Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানে ক্রীড়া মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

print news

 

হ্লাসিং থোয়াই মারমা; বান্দরবান প্রতিনিধি:

 

বান্দরবানে শেষ হলো ঐতিহ্যবাহী ক্রীড়া মেলা। “ক্রীড়া গৌরবে ফিরে আসুক বান্দরবান” বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে।

 

শনিবার (৩০ নভেম্বর) সকালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও মারমা আদিবাসীদের ঐতিহ্যবাহী এথলেটিক্স ( দাড়িয়া বান্ধা) খেলা অনুষ্ঠিত হয়। এবং বিকেলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বলি খেলা, তৈলাক্ত বাঁশ আরোহন।

IMG 20241130 WA0003

এই সময় দেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে অংশগ্রহণ করে ঐতিহ্যবাহী বলি খেলায়। এতে মোট ১৮ জন বলি খেলায় অংশগ্রহন করে দেখা যায়। কাবাডি খেলায় অংশগ্রহণ করে মোট ৬ টি দল। বলি খেলায় ১ম স্থান অর্জন করেন মোঃ হোসেন বলি, মহেশখালী। কাবাডি প্রতিযোগিতায় বিজয়ী দল জাদিতং যুব সংঘ। যেখানে দেশের পরিস্থিতি খারাপ অবস্থায় বিরাজমান সেখানে সম্প্রীতির বান্দরবানে পাহাড়ি, বাঙালী সম্মেলিতভাবে প্রতিযোগিতায় অংশগহণ করেছে।

 

ক্রীড়া প্রতিযোগিতায় জাদিতং যুব সংঘ কাবাডি দলের দলনেতা উদযাপন তংঞ্চঙ্গ্যা বলেন, বান্দরবানে সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে আমরা সবাই অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত এবং আজকের হাজারো দর্শকের উপস্থিতিতে আমাদের খেলার প্রতি আরো আগ্রহ বেড়ে যায়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান, বিশেষ অতিথি ছিলেন, সভাপতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই, পিএসসি জোন কমান্ডার বান্দরবান লেঃ কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান, পিপিএম (বার) পুলিশ বান্দরবান, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি, আজহারুল ইসলাম বাবুল। উপস্থিত ছিলেন, বান্দরবান প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Tag :
জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

বান্দরবানে ক্রীড়া মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশিত: ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
print news

 

হ্লাসিং থোয়াই মারমা; বান্দরবান প্রতিনিধি:

 

বান্দরবানে শেষ হলো ঐতিহ্যবাহী ক্রীড়া মেলা। “ক্রীড়া গৌরবে ফিরে আসুক বান্দরবান” বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে।

 

শনিবার (৩০ নভেম্বর) সকালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও মারমা আদিবাসীদের ঐতিহ্যবাহী এথলেটিক্স ( দাড়িয়া বান্ধা) খেলা অনুষ্ঠিত হয়। এবং বিকেলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বলি খেলা, তৈলাক্ত বাঁশ আরোহন।

IMG 20241130 WA0003

এই সময় দেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে অংশগ্রহণ করে ঐতিহ্যবাহী বলি খেলায়। এতে মোট ১৮ জন বলি খেলায় অংশগ্রহন করে দেখা যায়। কাবাডি খেলায় অংশগ্রহণ করে মোট ৬ টি দল। বলি খেলায় ১ম স্থান অর্জন করেন মোঃ হোসেন বলি, মহেশখালী। কাবাডি প্রতিযোগিতায় বিজয়ী দল জাদিতং যুব সংঘ। যেখানে দেশের পরিস্থিতি খারাপ অবস্থায় বিরাজমান সেখানে সম্প্রীতির বান্দরবানে পাহাড়ি, বাঙালী সম্মেলিতভাবে প্রতিযোগিতায় অংশগহণ করেছে।

 

ক্রীড়া প্রতিযোগিতায় জাদিতং যুব সংঘ কাবাডি দলের দলনেতা উদযাপন তংঞ্চঙ্গ্যা বলেন, বান্দরবানে সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে আমরা সবাই অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত এবং আজকের হাজারো দর্শকের উপস্থিতিতে আমাদের খেলার প্রতি আরো আগ্রহ বেড়ে যায়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান, বিশেষ অতিথি ছিলেন, সভাপতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই, পিএসসি জোন কমান্ডার বান্দরবান লেঃ কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান, পিপিএম (বার) পুলিশ বান্দরবান, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি, আজহারুল ইসলাম বাবুল। উপস্থিত ছিলেন, বান্দরবান প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।