চিংথোয়াইঅং মারমা; থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের থানচিতে স্থানীয় সরকার বিভাগের লজিক প্রকল্পের উদ্বুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে থানচি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস এর হলরুমে বান্দরবান জেলার স্থানীয় সরকারের লজিক প্রকল্পের আয়োজনে জেলা মনিটরিং অফিসার মরিয়ম কাশিমী সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় জেলা টেকনিক্যাল অফিসার বোঅংসিং মার্মা সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ গুপ্ত।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক দপ্তরে উপ-সহকারী কর্মকর্তা ইমরান হোসাইন, সমাজসেবা দপ্তরে উপ-সহকারী কর্মকর্তা আমির হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ইংরেজি দৈনিক পত্রিকা দি ডেইলি মেসেঞ্জার এর প্রতিনিধি চিংথোয়াই অং মার্মা প্রমূখ।
এছাড়াও সিএমএফ-ইউএনভি দানিয়েল ত্রিপুরা, মেনুপ্রু মারমা, অংহ্লাখয় মারমা’সহ লজিক প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।