মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি মাটিরাঙ্গা মোটরসাইকেল দুর্ঘটনায় সাহ্লাপ্রু মারমা (২০) নামের মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রি কলেজের এক পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আলুটিলা ব্যাঙমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার রাঙ্গাপানি ধ্যাইজ্জাপাড়া এলাকার আপ্রুমং মারমার ছেলে এবং মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি মানবিক বিভাগের ২য় বর্ষে ছাত্র ও বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের উপজেলা শাখার অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলা সদরের বিজয় মেলা থেকে রাত ১২টার দিকে সাহ্লাপ্রু মারমা ও তার আরেক বন্ধু মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আলুটিলার ব্যাঙমারা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি সড়কের উল্টে যায়। মোটরসাইকেল থাকায় দু’জনই আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। আনুমানিক রাত ২ টায় দিকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই সাহ্লাপ্রু মারমার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ওসি মো. তৌফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার এমন অকাল মৃত্যুতে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।