Dhaka , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম ইপিজেডে দুই কারাখানার শ্রমিকদের সংঘর্ষে আহত অন্তত ৫০

print news

 

এম এস শ্রাবণ মাহমুদ, চট্টগ্রাম প্রতিনিধিঃ

 

দুই কারখানার শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটে। শনিবার (১১ই জানুয়ারী) ‘২৫ ইং সকাল ৮ঃ০০ ঘটিকা সময় হতে সিইপিজেড এলাকায় জেএমএস ও মেরিম কোঃ লিমিটেড কারখানার শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়।

50a932bb c77e 4719 bde7 cb98b9180ab7 1

প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন ধরে জেএমএসের শ্রমিকরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন। দু’দিন বন্ধ থাকার পর বিষয়টির সুরাহা হয়। শনিবার ফের কারখানাটি চালু হয়। অন্যদিকে সকালে মেরিম কোঃ এর শ্রমিকরা দাবি আদায়ে কারখানা থেকে বেরিয়ে আসেন। সে সময় তারা ঢিল ছুড়ে সংলগ্ন জেএমএস কারখানার কয়েকটি জানালার কাঁচ ভাঙলে দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে। এরপর দুই কারখানার শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ি ঘটনা ঘটে। এ-সময় পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

409df87e 5fcf 4419 8fd4 9e62f74da632

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. সুলাইমান গণমাধ্যম ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে বলেন, এটি বেতন-ভাতা সংক্রান্ত কোনো সমস্যা নয়। দুটি কারখানার শ্রমিকদের মধ্যে বিরোধ হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। আহতদের বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা বলেন, সিইপিজেড থেকে আহত যাদেরকে আনা হয়েছে তাদের কারও মাথা ফেটেছে, কারও শরীরে আঘাত রয়েছে। তবে কারও অবস্থা গুরুতর নয়।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

আলীকদমে বিজিবির অভিযানে ৫৮ জন রোহিঙ্গা নাগরিকসহ ৫ জন বাংলাদেশী দালাল আটক

চট্টগ্রাম ইপিজেডে দুই কারাখানার শ্রমিকদের সংঘর্ষে আহত অন্তত ৫০

প্রকাশিত: ৫ ঘন্টা আগে
print news

 

এম এস শ্রাবণ মাহমুদ, চট্টগ্রাম প্রতিনিধিঃ

 

দুই কারখানার শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটে। শনিবার (১১ই জানুয়ারী) ‘২৫ ইং সকাল ৮ঃ০০ ঘটিকা সময় হতে সিইপিজেড এলাকায় জেএমএস ও মেরিম কোঃ লিমিটেড কারখানার শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়।

50a932bb c77e 4719 bde7 cb98b9180ab7 1

প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন ধরে জেএমএসের শ্রমিকরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন। দু’দিন বন্ধ থাকার পর বিষয়টির সুরাহা হয়। শনিবার ফের কারখানাটি চালু হয়। অন্যদিকে সকালে মেরিম কোঃ এর শ্রমিকরা দাবি আদায়ে কারখানা থেকে বেরিয়ে আসেন। সে সময় তারা ঢিল ছুড়ে সংলগ্ন জেএমএস কারখানার কয়েকটি জানালার কাঁচ ভাঙলে দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে। এরপর দুই কারখানার শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ি ঘটনা ঘটে। এ-সময় পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

409df87e 5fcf 4419 8fd4 9e62f74da632

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. সুলাইমান গণমাধ্যম ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে বলেন, এটি বেতন-ভাতা সংক্রান্ত কোনো সমস্যা নয়। দুটি কারখানার শ্রমিকদের মধ্যে বিরোধ হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। আহতদের বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা বলেন, সিইপিজেড থেকে আহত যাদেরকে আনা হয়েছে তাদের কারও মাথা ফেটেছে, কারও শরীরে আঘাত রয়েছে। তবে কারও অবস্থা গুরুতর নয়।