হ্লাসিং থোয়াই মারমা; বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে লামা উপজেলা বাবা ছেলেসহ ৭ তামাক চাষীকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৪ জানুয়ারী) রাতে লামা উপজেলার সরই ইউনিয়নের বমুখাল এলাকায় একটি তামাক চাষের খামার বাড়িতে থেকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা।
পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাওছার জানিয়েছেন, অপহৃতদের উদ্ধারে সেখানে অভিযান চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী । সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পরিবারের কাছ থেকে সন্ত্রাসীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
স্থানীয়রা জানান, রাত ২টার দিকে সরই ইউনিয়নের দুর্গম বমুখাল এলাকার মো: আমিনের তামাক চাষের খামার বাড়িতে হানা দেয় একদল সন্ত্রাসী। তারা মোহাম্মদ আমিন (৪০) ও তার ছেলে মোহাম্মদ সাকিব (১৫) সহ তামাক চাষে নিয়োজিত আরো পাঁচ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে বুধবার সকালে সেখানে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও পুলিশের দুটি দল।
সরই ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি জানান, শুনেছি আমাদের এলাকা থেকে শ্রমিকদের অপহরণ করে টাকা দাবি করছে সন্ত্রাসীরা, তবে বিস্তারিত বলতে পারছি না।