সাইফুল ইসলাম, রামগড়ঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার রামগড়ে আগমন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সুশীল সমাজ ব্যক্তিবর্গ, সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিবর্গ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। ২০ জানুয়ারী (সোমবার) বিকেল ৩টার সময় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে পৌরসভার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাতে রামগড় উপজেলার গুরুত্বপূর্ণ বিষয় ও নানান সমস্যা সমাধান করণে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন হারুন, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলম, থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মাইন উদ্দিন সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃএবিএম মোজাম্মেল হক, আইসিটি কর্মকর্কা রেহান উদ্দিন, এলজিডি কর্মকর্তা নাইমুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি ও সাংবাদিক প্রতিনিধি নিজাম উদ্দিন লাভলু সহ সাংবাদিক বৃন্দ প্রমুখ।
এর পূর্বে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম রামগড় উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের রসুলপুর এলাকাতে গিয়ে জুলাই ‘ ৫ আগস্ট বিপ্লবে শহীদ হওয়া আব্দুল মজিদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।