মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত যোগ্যাছোলা ইউনিয়ন সদরে প্রতিষ্ঠিত অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান যোগ্যাছোলা আল হেরা বিদ্যা নিকেতন এন্ড পাবলিক স্কুলে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. বাখের উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এইচ এ গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি হাফিজ আহমেদ। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল খালেক তুহিন ও একরামুল হক পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. জসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সরকার, রাজস্ব কর্মকর্তা আলমগীর হোসেন, প্রাথমিক শিক্ষক উক্রাজাই মারমা, পরিচালনা কমিটির সদস্য নুরুল আলম ও অভিভাবক প্রতিনিধি মো. এমদাদুল হক।
এসময় বক্তারা বলেন, প্রত্যন্ত জনপদের শিক্ষার্থীরা শিক্ষা, খেলাধুলা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিসহ নানা বিষয়ে পিছিয়ে রয়েছে। ছেলে-মেয়েদের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের অধিকতর সচেতন হতে হবে। কেননা একজন অভিভাবক তার সন্তানকে শিক্ষিত করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে। সন্তানের সুরক্ষার প্রথম দায়িত্ব অভিভাবকের। সন্তানের প্রতি যত্নবান হয়ে তাদের সঠিক পথে পরিচালিত করতে হবে’।
এসময় স্কুল পরিচালনা কমিটির সদস্য ডা. মো. মনির হোসেন মামুন, মাওলানা মুহাম্মদ গফুর ফারুক, মো. বাবুল সরকার, মো. মহিউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হোসেন সরকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় নবীন বরণ অনুষ্ঠান।
ক্যাপশন:- মানিকছড়ির যোগ্যাছোলায় আল হেরা বিদ্যা নিকেতনের নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি হাফিজ আহমেদ।
মন্তব্য করুন