সাইফুল ইসলাম, রামগড়ঃ
অমর ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলার রামগড়ে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার মিসেস মমতা আফরিন এর নেতৃত্বে ভাষা শহিদদের সম্মানে শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, তারপর উপজেলা পরিষদ, পৌর প্রশাসক, উপজেলা ও পৌর বিএনপি, রামগড় থানা, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত থেকে শহীদ মিনার এ ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিকে ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে রামগড় তথ্য অফিস কর্তৃক উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন জনবহুল এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহে পোস্টার লাগানো হয়েছে ।
মন্তব্য করুন