কাউখালী প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ও মুসল্লিদের নামাজ আদায়ের লক্ষ্যে রমজানে নামাজ আদায়ে আরামদায়ক স্বস্তি পেতে কাউখালী উপজেলাধীন ৩০টি মসজিদে সিলিং ফ্যান প্রদান করেছে কাউখালী উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৮ ফেব্রূযারী) এিই সিলিং ফ্যান বিতরণ উপলক্ষে কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউখালীি উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা সাহাব উদ্দিন হোসাইন, কৃষি অফিসার রাসেল সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হক, রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর গিয়াস উদ্দিন সহ মসজিদের ইমাম ও জনপ্রতিনিধি।
কাউখালী উপজেলাধীন ৩১টি মসজিদের ইমাম ও মসজিদ কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক পবিত্র মাহে রমজানে গরম থেকে স্বস্থির জন্য মুসল্লীদের সুবিার্থে সিলিং ফ্যান বিতরণ করা হয়। কাউখালী উপজেলার মোট ৩১টি মসজিদে ১৩৫টি সিলিং ফ্যান বিতরণ করা হয়।
উল্লেখ্য, কাউখালী উপজেলায় প্রথমবারের মতো এই ধরনের মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন কাউখালী উপজেলার ইউএনও কাজী আতিকুর রহমান। তিনিই একজন সরকারী কর্মকর্তা হিসেবে এ ধরণের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করায় পুরো কাউখালীবাসী প্রশংসার দাবিদার বলে জানিয়েছেন ইমাম সমোজ। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কাউখালীবাসী সহ ইমাম সমাজ। তার এ অবদানকে পুরো কাউখালীবাসীরা ইউএনও জন্য দোয়া প্রার্থনা ও মোনাজাত করছেন।
কাজী আতিকুর রহমান গেল নভেম্বরে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি উপজেলার চারটি ইউনিয়নের প্রায় সব এলাকায় সরজমিনে পরিদশন করেন।
মন্তব্য করুন