হ্লাসিং থোয়াই মারমা; বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলার উদ্যোক্তাদের সাথে পার্বত্য উপদেষ্টা সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করে তাদের মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে আরও গতিশীল করতে হবে একথা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
রোববার (৬ এপ্রিল) সকালে বান্দরবান জেলা পরিষদ আয়োজিত উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় উপদেষ্টা আরও বলেন, আমরা সামাজিক জীব। সমাজের, রাষ্ট্রের সবাইকে নিয়ে চিন্তা করতে হবে আমাদের । কে কোন জাতি তা মুখ্য নয়, সবাই মানুষ আর মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। প্রচুর গাছ, বাঁশ লাগাতে হবে পাহাড়ের পানি সংকট দূর করতে। সেই সঙ্গে বৃক্ষ নিধনরোধ করে পাহাড়ে পানির সমস্যা সমাধানে পার্বত্য জেলা পরিষদকে আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।
মত বিনিময় সভা উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর প্রমুখ।
মন্তব্য করুন