মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
বাংলাদেশের মারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই। উৎসবকে ঘিরে মঙ্গলবার সকালের গঞ্জপাড়া মারমা একতা যুব সংঘ আয়োজনে স্থানীয় খেলার মাঠ থেকে আনন্দ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে যোগ্যাছোলা বাজারসহ গুরুন্তপূর্ণ সড়কের প্রদক্ষিন করে একই স্থানের শোভাযাত্রার শেষ হয়। শোভাযাত্রায় মারমা তরুণ-তরুণী, শিশু-কিশোর ও বিভিন্ন বয়সের নারী-পুরুষেরা নিজস্ব জাতিসত্ত্বার পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেয়।
এ সাংগ্রাই উৎসবের ঐতিহ্যবাহী “ধ” খেলায়, গ্রুপ ভিত্তিক ফুটবল খেলায়, তৈলাক্ত বাঁশ আরোহন ও লোকজ ক্রীড়া। সাংগ্রাই উৎসবের মূল আকর্ষণ মৈত্রী পানি বর্ষণ বা জলখেলী উৎসব। জলকেলি উৎসব শুভ উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান কুমার সুইচিংপ্রু সাইন ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভূঁইয়াসহ আগত অতিথিরা।
সাংগ্রাই উৎসবের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক এনাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাষ্টার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জহির রায়হান, ৩ নং যোগ্যাছোলা ইউনিয়নে বিএনপি সভাপতি জামাল উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মোঃ ডাঃ ইসমাইল হোসেন।
এ উৎসবের আলোচনা সভায় গঞ্জপাড়া মারমা একতা যুব সংঘ সাধারণ সম্পাদক মংসানু মারমা সঞ্চালনায় থোয়াইপ্রু কার্বারী সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন।সংগঠনে সভাপতি ও মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি অংগ্য মারমা, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান কুমার সুইচিংপ্রু সাইন ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভূঁইয়াসহউপজেলা বিএনপি সভাপতি এনামুল হক এনাম প্রমূখ।
উৎসবের প্রধান অতিথি জেলা পরিষদ সদস্য ও মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান কুমার সুইচিংপ্রু সাইন বক্তব্য বলেন, মানিকছড়ি উপজেলা গঞ্জপাড়াতে স্বাস্থ্য, শিক্ষা, বিদুৎ, যোগাযোগ ক্ষেত্রে পিছিয়ে আছে। স্বাধীনতা ৫৪ বছর পার হলেও তেমন চোখে পড়ার মতো উন্নয়ন কাজ দেখতে পায়নি। আগামীতে জেলা পরিষদ মাধ্যমে কাজ করার সুযোগ পেলে এ গঞ্জপাড়া উন্নয়ন কাজ করবে বলে ব্যক্ত করেন।
আলোচনা শেষে অতিথিরা লোকজ ক্রীড়া প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মন্তব্য করুন