বিশেষ প্রতিবেদকঃ
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালক ও হেলপারদের দায়িত্ব ও দক্ষতা উন্নয়নে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জনাব ধীমান শর্মা। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর ও আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. সেলিনা আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র প্রো-ভাইস চ্যান্সেলর ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কাঞ্চন চাকমা।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে রাবিপ্রবি’র হিসাব শাখার পরিচালক মো: নুরুজ্জামান এবং বিআরটিএ, রাঙামাটি সার্কেলের মোটরযান পরিদর্শক কে. মো: সালাহ উদ্দীন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবিপ্রবি’র সহকারী রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি’র সহকারী রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব আরা।
প্রশিক্ষণে রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার বলেন, একজন চালকের আচার-আচরণে সৎ, সততা ও আন্তরিক সেই সাথে সড়ক পরিবহন সংক্রান্ত সকল আইন কানুন মেনে চলে গাড়ি চালানো, কাজ ও কর্মস্থলের প্রতি মায়া লালন করা এবং সর্বোপরি অফিসের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে হবে।
প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বলেন, কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অফিসের গাড়ির যথাযথ ব্যবহার করা, গাড়ি সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও প্রতিদিন গাড়ি লগবই হালনাগাদ করতে হবে।
প্রশিক্ষক হিসেবে রাবিপ্রবি’র হিসাব শাখার পরিচালক মো: নুরুজ্জামান বলেন, চালকদের নিজ নিজ দায়িত্বের প্রতি সম্মান রেখে মনোযোগ সহকারে সতর্কতার সহিত গাড়ি চালানোর নির্দেশনা প্রদান করেন।
বিআরটিএ মোটরযান পরিদর্শক প্রশিক্ষক কে. মো: সালাহ উদ্দীন বলেন, গাড়ি চালানোর প্রথম নিয়ম হচ্ছে ট্রাফিক আইন মেনে গাড়ির স্টিয়ারিং প্রতি মনোযোগী হওয়া। মনোযোগ যদি স্টিয়ারিং থেকে অন্য দিকে চলে যায় তাহলে যেকোন মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য সব সময় মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাতে হবে। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে। কোন নেশাদ্রব্য গ্রহণ করা যাবেনা।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বাস, মাইক্রোবাস ও জীপের সকল চালক এবং হেলপারগণ প্রশিক্ষনার্থী হিসেবে উপস্থিত ছিলেন।