রিপন মারমা, কাপ্তাইঃ
আত্মনির্ভরশীলতার জন্য কষ্টের বিকল্প নেই এটাই যেন প্রমাণ করেছেন রাঙ্গামাটি কাপ্তাই রাইখালী ইউনিয়নে সাজাই উ মারমা ছাগল ও ব্রয়লার জাতের মুরগির খামার করে পেয়েছেন সফলতা। চাকরি ছেড়ে খামার করে নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এলাকার মানুষেরও। তাকে দেখে অনেকেই এখন আগ্রহী হচ্ছেন উদ্যোক্তা হতে। চাকরি করার ইচ্ছা সাজাই উ মারমা কোন দিনই ছিল না। কিন্তু পরিবারের হাল ধরতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর চট্টগ্রামের বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিতে হয় তাকে। তবে মন বসেনি সেখানে। ২০১২ সালে চাকরি ছেড়ে নিজের বাড়ি কাপ্তাই রাইখালী ইউনিয়নের বড়খোলা গ্রামে গড়ে তোলেন ছাগল ও মুরগী খামার।
শুরুতে ১ টি ছাগলের বাচ্চা দিয়ে খামার শুরু করেন সাজাই উ মারমা। কিছুদিন পরে তিনটি ছাগল রূপান্তরিত করেন। বর্তমানে তার খামারে ১৯ টি ছাগল রয়েছে। বছরে ৭ থেকে ৮ লক্ষ টাকার ছাগল বিক্রি করেন। তার খামারে একজন স্থায়ী কর্মচারী ছাড়াও আরো বেশ কয়েকজন দৈনিক হিসেবে কাজ করেন। ছাগলের পাশাপাশি ব্রয়লার মুরগির ও গরু খামার রয়েছে। এছাড়াও তিনি দেশি মুরগি, দেশি ও রাজ হাঁস পালন করেছেন। বর্তমানে মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় করেন তার খামারে বতর্মানে ৪ টি উন্নত জাতের গরু আছে। তার খামারটি দেখার জন্য প্রায়ই বিভিন্ন এলাকার বেকার তরুণরা ছুটে আসেন।
নিজের খামারে বসে সাজাই উ মারমা বলেন, চট্টগ্রামে চাকরি করেছি আট বছর। অন্যের অধীনে চাকরি করা খারাপ লাগে। তাই স্বাধীন পেশায় জড়িত হয়েছি। এই উদ্যোক্তা বলেন, দেশের জন্য বোঝা না হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে পেরে অনেক আনন্দিত বোধ করছি।
সাজাই উ মারমা মত উদ্যোক্তা হতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে অনেকেই আসছেন পরামর্শ নিতে। অনেকে কিনে নিয়ে যাচ্ছেন ছাগল, মুরগী ও গরু।
কাপ্তাই প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কৃষিবিদ এনামুল হক হাজারী বলেন, সাজাই উ মারমা ১ টি ছাগল থেকে পরিশ্রম করে এতে সফলতা পেয়েছেন। সে আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখে আমরা তার খামারে বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন থেকে শুরু করে নানা ধরনের পরামর্শ দিয়ে থাকি। বর্তমানে আমাদের উপজেলায় অনেক সফল খামারি উদ্যোক্তা তৈরি হয়েছে। আমরা চাই উপজেলা পর্যায়ে তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে আরো সফল খামারি তৈরি হোক।
তিনি আরও বলেন, বেকার যুবকদের চাকরির জন্য না ঘুরে সাজাই উ মারমা মতো উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন এই প্রাণিসম্পদ কর্মকর্তা।
মন্তব্য করুন