নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ
পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি নতুন খেলোয়াড় তৈরীর নিমিত্তে এবং দেশ ও বিশ্ব দরবারে পাহাড়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে আসছে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোন। এছাড়াও প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহী করতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সহযোগিতার হাত বাড়িয়ে অগ্রণী ভূমিকা পালন করছে রাজনগর জোন।
এরই ধারাবাহিকতায় আগামী ২৯ মে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশীপ অনুর্ধ্ব-১৯ এ অংশগ্রহণকারী উদীয়মান ফুটবলার গুলশাখালী ইউনিয়নের শান্তি নগর এলাকার রিয়েলী চাকমাকে উৎসাহ উদ্দীপনা প্রদান করতে সম্প্রতি রাজনগর জোন কমান্ডার সংবর্ধনা এবং আর্থিক প্রণোদনা প্রদান করেন।
রিয়েলী চাকমার বাবা নবীন চাকমা জানান, পাহাড়ের সকল প্রতিবন্ধকতা দূরীকরণে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আমার মেয়েকে উৎসাহমূলক আর্থিক সহযোগিতা করেছে। বিজিবির এমন সহযোগিতা স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়াচ্ছেন।
রাজনগর জোন কমান্ডার লে. কর্নেল নাহিদ হাছান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই উদ্দীপনাকে ধারণ করে বিজিবি রাজনগর জোন স্থানীয় জনগোষ্ঠীর জন্য নানাবিধ সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। পাশাপাশি সমাজে প্রতিভাবান খেলোয়াড়দের সবসময়ই উৎসাহ প্রদানসহ উদীয়মান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে জোন বিভিন্ন টুর্ণামেন্টের আয়োজন করে আসছে। রাজনগর জোনের এই ধরনের কর্মকাণ্ডের ধারাবাহিকতা ভবিষ্যতে চলমান থাকবে।
মন্তব্য করুন