মথি ত্রিপুরা, ভ্রাম্যমান প্রতিনিধি:
বান্দরবানে রুমায় মুয়ালপি পাড়া এলাকায় চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রী নিহতসহ আরো দুইজন গুরুত্ব আহত হয়েছে।
আজ (২৬ মে) সকালে মুয়ালপি পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় নিহত হলেন, লাল কাপ এল বম (৪৫), পিতা- জুয়াল ত্লিং বম, সাং- মুয়ালপি পাড়া, ৭নং ওয়ার্ড, ১নং পাইন্দু ইউপি।
আহত হয়েছেন, জিংপেক কিম বম (৪৫) মহিলা, ভান থোয়াই জোয়াল (৩৫) মহিলা, নিহত ও আহতরা সবাই মুয়ালপি পাড়াবাসিন্দা বলে জানা গেছে।
রুমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনার সততা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার রুমা হাত বাজার। অন্যান্য দিনের ন্যায় আজকেও রুমার বাজার থেকে মুয়ালপি পাড়ায় যাচ্ছিল চাঁদের গাড়িটি। মুয়ালপি পাড়া মাঝ পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে পড়ে গেলে ঘটনা স্থলে মারা যান লাল কাপ এল বম (৪৫)। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত দুইজনকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত, কর্মকর্তা মোহাম্মদ রুবেল।
মন্তব্য করুন