আনোয়ার হোসেন,
বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভূমি অফিসের আয়োজনে, ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপ্তি হয়েছে।
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বাঘাইছড়িতে আজ মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১০ ঘটিকায় সহকারী কমিশন (ভূমি) এর কার্যলয়ে থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আজ সমাপনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মেহেদি হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, হেডম্যান এসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ চাকমা, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জনাব সরদার মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, “বাংলাদেশে অনলাইন ভূমি সেবা এখনো নতুন বিষয়। অনেক মানুষই এ সম্পর্কে অবগত নন। তাই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে অবহিত করা হবে।” বক্তারা বলেন, “মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে কিছু দালাল শ্রেণি নানা ফায়দা লুটছে। ভূমি সেবা ডিজিটাল হলে সেই অনিয়ম বন্ধ হবে।”
সমাপনী অনুষ্ঠানে বক্তারা আরও জানান, “সরকার ভূমি জরিপ থেকে শুরু করে শতভাগ ডিজিটাল সেবা নিশ্চিত করতে কাজ করছে। ভূমি মেলার মতো জনসচেতনতামূলক উদ্যোগ সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত পরিষ্কার ধারণা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
মন্তব্য করুন