রিপন মারমা, কাপ্তাইঃ
রাঙ্গামাটি কাপ্তাইয়ের উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী” তে কাপ্তাই উপজেলা প্রশাসন এর মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কমিটির সভাপতি মো: রুহুল আমিন। এসময় সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন,উপজেলা বিএনপি’র সভাপতি মো: লোকমান আহমেদ,চন্দ্রঘোনা থানার ওসি মোহাম্মদ শাহাজাহান কামাল,কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ, ৪১ বিজিবি’র সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার উপেন্দ্র নাথ হালদার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ইউপি চেয়ারম্যান বৃন্দ, শিক্ষক প্রতিনিধি, হেডম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, উপজেলার সংগঠিত বিভিন্ন চুরি, মাদক ও চোরাচালান কার্যক্রম পরিচালনা বন্ধ করার ব্যাপারে, সম্প্রতি সময়ে প্রকট হয়ে উঠা বজ্রপাত থেকে জানমালের নিরাপত্তা বৃদ্ধিতে জনসচেতনতা বৃদ্ধি করতে, যানজট নিরসনে যত্রতত্র পার্কিং বন্ধ করার, বর্ষা মৌসুমে সম্ভাব্য পাহাড় ও ধস পরিস্থিতি মোকাবিলায় পূর্ব থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন করার ও বিদ্যুৎ-এর লোডশেডিং নিয়ন্ত্রনে আনার এবং আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখার দাবী জানান।
মন্তব্য করুন