রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে ১৯৮৬ সালে শান্তিবাহিনী কর্তৃক নৃশংস গনহত্যার শিকার নাগরিকদের স্বরণে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)র উদ্যোগে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টার সময় রামগড় উপজেলা প্রেস ক্লাব সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ উপজেলা ও পৌর কমিটির আয়োজনে এই শোক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি”র রামগড় উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল খায়ের ” সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন দুলাল ” পৌর কমিটির সভাপতি মোশাররফ হোসেন ” সহ সভাপতি মাওলানা এমদাদুল হক মামুন” সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম – মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম প্রমুখ।