মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নৌকা মার্কার সমর্থনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ-২০২৪ নির্বাচনে মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিএমবি মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠকে কৃষকলীগ সাধারণ সম্পাদক রিপন ওঝা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক দীপন ধর, যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ আনোয়ার হোসেন স্বাগত বক্তব্য রাখেন এবং মহালছড়ি সরকারি কলেজের প্রাক্তন বাংলা বিষয়ের অধ্যাপক তুষার কান্তি দাশগুপ্ত সভায় সভাপতিত্ব করেন।
এসময় উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চিন্তাহরণ শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ জাহানারা বেগম, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ লাল মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ, সহসভাপতি মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জয় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় চৌধুরী জয়, শ্রমিকলীগ সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক হারাধন বণিক, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজীব, মহালছড়ি সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনন শীল, সদর ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীপ লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও এলাকাবাসীসহ সমর্থকগণ।
বক্তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার ভোটার এলাকার স্ব স্ব কেন্দ্রে পৌঁছে উন্নয়নের মার্কা, নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান। উপস্থিত নেতাকর্মীগণ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নৌকা মার্কার সমর্থনে প্রচারণা এবং লিফলেট বিতরণ করে।