থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য হেলিকপ্টারের যোগের বান্দরবানে থানচিতে দুই ইউনিয়নের ৭টি ভোটকেন্দ্রের ব্যালট বাক্স, ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকাল থেকে থানচি উপজেলায় দুর্গম ভোটকেন্দ্র গুলোতে হেলিকপ্টার যোগে নির্বাচনী সরঞ্জাম পাঠানো বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার আবদুল হামিদ বলেন, দুর্গম ৭টি ভোটকেন্দ্রের হেলিকপ্টার যোগে ব্যালট পেপার, ব্যবহৃত স্বচ্ছ ব্যালট বাক্স’সহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হচ্ছে। এরই মধ্যে দুর্গম ৩টি ভোটকেন্দ্রের পাঠিয়েছি। বাকি দুর্গম ৪টি কেন্দ্রের আগামীকালই নির্বাচনী সরঞ্জাম গুলো পৌছানো হবে। এছাড়াও উপজেলায় অন্যান্য সব ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা অনুযায়ী ব্যালট পেপার, ব্যবহৃত স্বচ্ছ ব্যালট বাক্স’সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম ভোটের আগের দিন পাঠিয়ে দেয়া হবে।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে ৪ প্লাটুন বিজিবি সদস্য দল। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্বাচনের মাঠে থাকবে সেনা বাহিনী। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪২ জন পুলিশ সদস্য উপজেলায় মোতায়েন থাকবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, থানচি উপজেলার একটি অবাধ নিরপেক্ষ, সুষ্ঠ, অংশগ্রহন মূলক ও সুন্দর পরিবেশের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিনি আরো বলেন, থানচিতে ১৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৭টি ভোট কেন্দ্রের হেলিকপ্টার যোগে নির্বাচনী সরঞ্জাম ৩টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠিয়েছি। আগামীকালের মধ্যেই দুর্গম এলাকায় আরো বাকি ৪টি ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হবে।