নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাঙামাটির লংগদুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় লংগদু উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন, লংগদু উপজেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান লংগদু উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, আইন বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নির্পণ চাকমা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন পাশা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানিয়া আফরোজ হাওয়া, লংগদু সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবের আলী সহ বগাচতর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সোহেল প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানে উপজেলা, কলেজ ও ইউনিয়নসহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার অন্যান্য ইউনিয়নেও ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।