নিজস্ব প্রতিবেদকঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোলিং এজেন্ট প্রশিক্ষণ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ লংগদু উপজেলা শাখা। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ২৯৯নং রাঙামাটি আসনের সংসদ সদস্য প্রার্থী দীপংকর তালুকদারের জয় সুনিশ্চিত করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়।
শুক্রবার (৫ জানুয়ারি) দিনব্যাপী এই প্রশিক্ষণটি লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত পোলিং এজেন্ট প্রশিক্ষণে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপুর সঞ্চালনায় প্রধান বক্তায় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বাবুল দাশ বাবু এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পোলিং এজেন্ট প্রশিক্ষক ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ।
পোলিং এজেন্ট প্রশিক্ষণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সেলিমের সভাপতিত্বে পোলিং এজেন্ট প্রশিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান খান আয়োজিত প্রশিক্ষণ উদ্বোধন করেন।
পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান বক্তার বক্তব্যে বাবুল দাশ বাবু বলেন, বিএনপি-জামায়াত জোট কোনো ভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। কোনো সন্ত্রাসী দল যদি নির্বাচনে বাধা তৈরি করে তা কঠোর হস্তে দমন করা হবে। তিনি আরও বলেন, একটা নির্বাচনে পোলিং এজেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক কথায় বলতে গেলে তিনি ওই দিন প্রার্থীর প্রতিনিধি হিসাবে একজন প্রার্থী হয়ে ওঠেন।
সভাপতির বক্তব্যে পোলিং এজেন্ট প্রশিক্ষণে মো. সেলিম বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই কাউকে খুশি করার জন্য পোলিং এজেন্ট নিয়োগ করা হয়নি। এটা শুধুই দলীয় বিষয় নয়- এটি জাতীয় বিষয়। সংবিধানকে সমুন্নত রাখতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পোলিং এজেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এসময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, লংগদু উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, গুলশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, লংগদু সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বগাচতর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক লিটন মিয়া দুলাল, ভাসান্যাদম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কালাপাকুজ্জ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের ও আটারকছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পোলিং এজেন্ট প্রশিক্ষণে উপজেলার ২২টি কেন্দ্র থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর ১৩৮ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের পর্ব শেষে প্রশিক্ষণার্থীদের প্রশ্নত্তোর পর্বের উত্তর দেন পোলিং এজেন্ট প্রশিক্ষক মো. খলিলুর রহমান খান ও আল মাহমুদ।