Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিলাইছড়িতে রাজগুরু অগ্রবংশ মহাথেরোর মহাপ্রয়াণ দিবস ও ১০ দিনব্যাপী ভিক্ষুদের পরিবাসব্রত সমাপনী অনুষ্ঠিত

print news

 

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বিলাইছড়িতে ৬ষ্ঠ সংগীতিকারক, বহুগ্রন্থের প্রণেতা, পার্বত্য ভিক্ষু সংঘের প্রতিষ্ঠাতা রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ১৬ তম মহাপ্রায়ণ দিবস এবং ১০ দিন ব্যাপী ভিক্ষু পরিবাসব্রত(ওয়াইক) সমাপনী অনুষ্ঠান বার্ষিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত পূণ্যার্থী অংশগ্রহণ করেন এই মহতী পূণ্য অনুষ্ঠানে।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৯ঃ০০ টায় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ ও বিলাইছড়ি উপজেলা শাখা কমিটির আয়োজনে ও উপজেলার সকল বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সহযোগিতায় এবং রাজগুরুর জন্মস্থান কুতুবদিয়া বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে পঞ্চশীল গ্রহণ, মহাসংঘদান,অষ্ঠপরিষ্কার দান,কল্পতরুদান সহ নানাবিধ দান দেওয়া হয়।

409673534 1068303511025300 6409013824635946772 n

সভায় পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি আর্য্যলংকার মহথেরোর সভাপতিত্বে ভিক্ষু সংঘে মধ্যে উপস্থিত ছিলেন, বিদর্শন ভাবনার পরিচালক স্মৃতিন্দ্রিয় থের, প্রধান ধর্মদেশক ভদন্ত বিপুল জ্যোতি থের।

409453684 3574898069489699 4191497998641288790 n 1

শাক্যপ্রিয় ভিক্ষু সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন অগ্রবংশ থের, চন্দ্রকীর্তি ভিক্ষু সহ অন্যান্য ভিক্ষু সংঘ এবং উপজেলা পরিষদ ও দায়ক দায়িকাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা,সাবেক ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা, ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, কুতুব দিয়া বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি জয়ন্তন তঞ্চঙ্গ্যা প্রমূখ।

শুরুতে শিল্পী তিশা দেওয়ানের মনোমুগ্ধকর উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান সূচনা করা হয়।  409669589 1091365885194860 4533905372408328465 n

লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বিলাইছড়িতে রাজগুরু অগ্রবংশ মহাথেরোর মহাপ্রয়াণ দিবস ও ১০ দিনব্যাপী ভিক্ষুদের পরিবাসব্রত সমাপনী অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
print news

 

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বিলাইছড়িতে ৬ষ্ঠ সংগীতিকারক, বহুগ্রন্থের প্রণেতা, পার্বত্য ভিক্ষু সংঘের প্রতিষ্ঠাতা রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ১৬ তম মহাপ্রায়ণ দিবস এবং ১০ দিন ব্যাপী ভিক্ষু পরিবাসব্রত(ওয়াইক) সমাপনী অনুষ্ঠান বার্ষিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত পূণ্যার্থী অংশগ্রহণ করেন এই মহতী পূণ্য অনুষ্ঠানে।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৯ঃ০০ টায় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ ও বিলাইছড়ি উপজেলা শাখা কমিটির আয়োজনে ও উপজেলার সকল বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সহযোগিতায় এবং রাজগুরুর জন্মস্থান কুতুবদিয়া বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে পঞ্চশীল গ্রহণ, মহাসংঘদান,অষ্ঠপরিষ্কার দান,কল্পতরুদান সহ নানাবিধ দান দেওয়া হয়।

409673534 1068303511025300 6409013824635946772 n

সভায় পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি আর্য্যলংকার মহথেরোর সভাপতিত্বে ভিক্ষু সংঘে মধ্যে উপস্থিত ছিলেন, বিদর্শন ভাবনার পরিচালক স্মৃতিন্দ্রিয় থের, প্রধান ধর্মদেশক ভদন্ত বিপুল জ্যোতি থের।

409453684 3574898069489699 4191497998641288790 n 1

শাক্যপ্রিয় ভিক্ষু সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন অগ্রবংশ থের, চন্দ্রকীর্তি ভিক্ষু সহ অন্যান্য ভিক্ষু সংঘ এবং উপজেলা পরিষদ ও দায়ক দায়িকাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা,সাবেক ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা, ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, কুতুব দিয়া বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি জয়ন্তন তঞ্চঙ্গ্যা প্রমূখ।

শুরুতে শিল্পী তিশা দেওয়ানের মনোমুগ্ধকর উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান সূচনা করা হয়।  409669589 1091365885194860 4533905372408328465 n