নিজস্ব (খাগড়াছিড়) প্রতিনিধিঃ
তৃতীয়বারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন পার্বত্য জেলা খাগড়াছড়ি আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা।
আজ সোমবার (৮ জানুয়ারি) সকাল থেকে জেলা শহরের খাগড়াপুরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে বিজয়ী হওয়া কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘এবারের নির্বাচনকে ঘিরে আরও বেশি মানুষের সঙ্গে সম্পৃক্ততা হয়েছে নানা প্রক্রিয়ায়। জননেত্রী শেখ হাসিনা জনগণের জন্য অনেক কাজ করেছেন। আমরা তার সঙ্গে থেকে এলাকার জন্য কাজ করেছি। দেশের মানুষের জননেত্রী শেখ হাসিনার ওপর আস্থা রয়েছে। মানুষের কাছে গিয়েছি, তাদের কাছে ভোট চেয়েছি। প্রধানমন্ত্রীর সাফল্যের কথা তুলে ধরেছি, এলাকার উন্নয়নে কাজ করেছি। সাধারণ মানুষের অভিব্যক্তি বুঝেছি, তাদের অনেক সাপোর্টও পেয়েছি। সে কারণে আবার নতুন করে আমাদের পথচলা শুরু হলো। আশা করি, আগামী পাঁচ বছর উন্নয়নের কাজ অব্যাহত রাখতে পারবো।’
পার্বত্য খাগড়াছড়ি জেলার উন্নয়ন কাজ অব্যাহত রাখার প্রসঙ্গে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘আমি ভোটারদের কাছে ঋণী। তাদের চাহিদামতো উন্নয়নে ও কল্যাণে কাজ করতে চাই। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। খাগড়াছড়িবাসী আমাকে ভালোবাসা ও স্নেহের বন্ধনে আবদ্ধ করেছেন।’ খাগড়াছড়ি পার্বত্য জেলার উন্নয়ন জনগণের চাহিদা পূরণে আগামীতে সচেষ্ট থাকার ইচ্ছা প্রকাশ করেন এই সংসদ সদস্য।
সোমবার সকাল থেকেই সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার বাসভবনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল নিয়ে সমবেত হন। কুজেন্দ্র লাল ত্রিপুরা নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য বিনিময় ও কুশলাদি জানতে চান।
এ সময় এমপির বড় ভাই নলেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চাইথোঅং মারমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আ’লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, পাজেপ সদস্য ও আ’লীগ নেতা খোকনেশ্বর ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরা, আ’লীগ নেতা তাপস কুমার ত্রিপুরা সহ রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
একে একে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে ফুলেল শুভেচ্ছা জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পরিবার, জেলা-উপজেলা আওয়ামীগ নেতৃবৃন্দ, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের নেতৃবৃন্দ, খাগড়াছড়ি পৌরসভার মেয়র-কাউন্সিলর- কর্মকর্তা-কর্মচারী, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া খাগড়াছড়ির শিক্ষার্থীরা, ইউনিয়ন আওয়ামী লীগ, বিভিন্ন এলাকার বাসিন্দারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।