Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাধনা নন্দ মহাস্থবির (বনভান্তের) ১০৫ তম শুভ জন্মদিন পালিত

print news

 

বিলাইছড়ি প্রতিনিধিঃ

রাঙামাটি সদর উপজেলাধীন জীবতলী ধনপাতা বনবিহারে সাধনা নন্দ মহাস্থবির (বনভান্তের) ১০৫ তম জন্মদিন পালন করা হয়েছে। এর আগে ৭ জানুয়ারী সন্ধ্যায় ১০৫টি ফানুস বাতি উত্তোলন, ৮ জানুয়ারী ২০২৪ রোজ সোমবার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে হাজার বৌদ্ধ নর-নারী পুরুষ উপাসক-উপাসিকা পূণ্যার্থীর সমাগমে অনুষ্ঠিত হয়।

411970096 336682305919932 360510165450920701 n 1

এই উপলক্ষে সোমবার (৮ জানুয়ারী) খুব ভোর সকালে বিহার প্রাঙ্গনে রংঙ বেরঙের আতোস বাজি ফাটিয়ে পুজা পর্বন শুরু, হয়। সর্বপ্রথম আটাশ বুদ্ধ পুজা উত্তোলন, ১০৫ তম বেষ্টুন স্বারক উদ্মোচন, সিবলি পুজা উত্তোলন, সমবেত পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ মুর্তি দান, অষ্টপরিস্কার দান, সংঘদান, কল্পতরু দান, সিবলি পুজা, আটাশ বুদ্ধ পুজা, ভিক্ষু সংঘকে পিন্ডু পানীয় দান সহ নানাবিধ দান করা হয়।

পরে উপস্থিত পুণ্যার্থীদের পক্ষে স্মৃতিচারণ, ধর্মীয় বক্তব্য প্রদান করেন দয়াময় চাকমা জীবতলী ইউনিয়ন পরিষদ ওয়ার্ড সদস্য, তুষার পিন্টু চাকমা (শুভ) মগবান ইউনিয়নের সাবেক ওয়ার্ড সদস্য স্বপন দত্ত চাকমা, ২নং মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা, ১১৫ নং মগবান মৌজার হেডম্যান সুজিত দেওয়ান। ১১৮ নং ধনপাতা মৌজার হেডম্যান রুপায়ন চাকমা, ২নং মগবান ইউনিয়ন

417082021 690969699527365 2068240422911791095 n 1

পরিষদের ওয়ার্ড সদস্য, বৌদ্ধ ধর্মের অহিংসার বানী ও বনভান্তের ত্যাগ সাধনা সকল পাণীর মঙ্গলের অমৃত বানীর কথা প্রদান করেন ধর্ম দাসা ভিক্ষু , জ্ঞান সার ভান্তে, দিপানন্দ স্থবির ভান্তে, ধনপাতা বনবিহারের বিহারাধ্যক্ষ প্রজ্ঞাবোধি মহাস্থবির প্রমুখ।

লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

বিলাইছড়িতে দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে হিল ফ্লাওয়ার

সাধনা নন্দ মহাস্থবির (বনভান্তের) ১০৫ তম শুভ জন্মদিন পালিত

প্রকাশিত: ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
print news

 

বিলাইছড়ি প্রতিনিধিঃ

রাঙামাটি সদর উপজেলাধীন জীবতলী ধনপাতা বনবিহারে সাধনা নন্দ মহাস্থবির (বনভান্তের) ১০৫ তম জন্মদিন পালন করা হয়েছে। এর আগে ৭ জানুয়ারী সন্ধ্যায় ১০৫টি ফানুস বাতি উত্তোলন, ৮ জানুয়ারী ২০২৪ রোজ সোমবার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে হাজার বৌদ্ধ নর-নারী পুরুষ উপাসক-উপাসিকা পূণ্যার্থীর সমাগমে অনুষ্ঠিত হয়।

411970096 336682305919932 360510165450920701 n 1

এই উপলক্ষে সোমবার (৮ জানুয়ারী) খুব ভোর সকালে বিহার প্রাঙ্গনে রংঙ বেরঙের আতোস বাজি ফাটিয়ে পুজা পর্বন শুরু, হয়। সর্বপ্রথম আটাশ বুদ্ধ পুজা উত্তোলন, ১০৫ তম বেষ্টুন স্বারক উদ্মোচন, সিবলি পুজা উত্তোলন, সমবেত পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ মুর্তি দান, অষ্টপরিস্কার দান, সংঘদান, কল্পতরু দান, সিবলি পুজা, আটাশ বুদ্ধ পুজা, ভিক্ষু সংঘকে পিন্ডু পানীয় দান সহ নানাবিধ দান করা হয়।

পরে উপস্থিত পুণ্যার্থীদের পক্ষে স্মৃতিচারণ, ধর্মীয় বক্তব্য প্রদান করেন দয়াময় চাকমা জীবতলী ইউনিয়ন পরিষদ ওয়ার্ড সদস্য, তুষার পিন্টু চাকমা (শুভ) মগবান ইউনিয়নের সাবেক ওয়ার্ড সদস্য স্বপন দত্ত চাকমা, ২নং মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা, ১১৫ নং মগবান মৌজার হেডম্যান সুজিত দেওয়ান। ১১৮ নং ধনপাতা মৌজার হেডম্যান রুপায়ন চাকমা, ২নং মগবান ইউনিয়ন

417082021 690969699527365 2068240422911791095 n 1

পরিষদের ওয়ার্ড সদস্য, বৌদ্ধ ধর্মের অহিংসার বানী ও বনভান্তের ত্যাগ সাধনা সকল পাণীর মঙ্গলের অমৃত বানীর কথা প্রদান করেন ধর্ম দাসা ভিক্ষু , জ্ঞান সার ভান্তে, দিপানন্দ স্থবির ভান্তে, ধনপাতা বনবিহারের বিহারাধ্যক্ষ প্রজ্ঞাবোধি মহাস্থবির প্রমুখ।