নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দীপংকর তালুকদার নৌকা প্রতীকে ৫ম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বরকল উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্যে সাক্ষাৎ করেন।
মঙ্গলবার (৯ জানুয়ারী) সকাল ১০:৩০ ঘটিকায় দীপংকর তালুকদারের রাঙ্গামাটি চম্পক নগরস্থ (দীপালয়) নিজ বাসভবনে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্যে সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক বরকল উপজেলা চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, ডাঃ নজরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা পরিষদের অন্যতম সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য সবির কুমার চাকমা, আবুল কালাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় দীপংকর তালুকদার নৌকা প্রতীকে ভোট দিয়ে ৫ম বারের মত সংসদ সদস্য নির্বাচিত করে জয়যুক্ত করার জন্য বরকল উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।