মিকেল চাকমা, রাঙ্গামাটিঃ
রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন সংসদীয় আসন নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। সারা দেশের ন্যায় এই তিন সংসদীয় আসনে ও ৭ জানুয়ারি ২০২৪ এ অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন তিনটিতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয় ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রার্থী। ২৯৯ নং রাঙ্গামাটি আসনে নৌকা প্রতীকে ২ লক্ষ ৭১ হাজার ৫০৪ ভোট পেয়ে ৫ম বারের মত সংসদ সদস্য পদে নির্বাচিত হন দীপংকর তালুকদার। দীপংকর তালুকদার ১৯৫২ সালে ১২ ডিসেম্বর রাঙ্গামাটিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ঊনসত্তর ও সাতাশি’র গনঅভ্যুত্থানে অংশগ্রহণ করে তিনি দু’বার কারাবরণ করেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৮৬ সালে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।১৯৯৬ ও ২০০২ সালে তিনি পরপর জেলা আওয়ামীলীগের সভাপতি পদে অধ্যাবধি উক্ত পদে রয়েছেন। তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৮ ও ৭ জানুয়ারি ২০২৪ সালসহ পঞ্চমবারের মতো সংসদ সদস্য পদে নির্বাচিত হন।তাঁর রাজনৈতিক জীবনে ত্যাগ-তীতিক্ষার ইতিহাস পর্যালোচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশির্বাদ পেলে জনমনে ভাবনা নেতাকর্মীদের চাওয়া হয়তো দীপংকর তালুকদার এবারে পেতে পারেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীত্বের পদ।
অপরদিকে ৩০০ নং বান্দরবান আসনে নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৭২ হাজার ৬৭১ ভোট পেয়ে ৭ম বারের মত সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন বীর বাহাদুর উশৈসিং। ১৯৮৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এম, এ ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ভুমিকা পালন করেন। ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের পর চুক্তির শর্ত অনুযায়ী ১৯৯৮ সালের ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়। ১৯৯৮ সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তৎকালীন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সাংসদ কল্পরঞ্জন চাকমাকে সর্বপ্রথম পার্বত্য মন্ত্রী করা হয়েছিল। এরপর থেকে সবাই ছিলেন উপমন্ত্রী ও প্রতিমন্ত্রী।সর্বশেষ ১৮ বছর পর ২০১৯ সালে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পান ৩০০ নং বান্দরবান আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। তাঁর অবস্থান থেকে তিনি ও হয়তো ধরে রাখতে চেষ্টা করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীত্ব পদটি।
২৯৮ নং খাগড়াছড়ি আসনে কুজেন্দ্রলাল ত্রিপুরা নৌকা প্রতীকে ২ লক্ষ ২০ হাজার ৮৭৬ ভোট পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩য় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শিক্ষা জীবনে তিনি বি,এ ডিগ্রি লাভ করেন।
পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী এই তিন সংসদীয় আসন থেকে একজন মন্ত্রী হয়ে মন্ত্রীসভায় প্রতিনিধিত্ব করার কথা। জনমনে সবার ভাবনা কে হচ্ছেন এই মন্ত্রীসভার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী? আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রীসভার বৈঠকে সেটি চূড়ান্তভাবে জানা যাবে।
মন্তব্য করুন