Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জুরাছড়িতে দুবৃত্তরা শিক্ষিকার বাইক পুড়িয়ে দিল

  • অনুকা চাকমা
  • প্রকাশিত: ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
  • ১৮০৯ বার পড়া হয়েছে
print news

 

জুরাছড়ি প্রতিনিধিঃ

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় সরকারি আবাসিক ভবনের তালা ভেঙ্গে দুবৃত্তরা শিক্ষিকার বাইক পুড়িয়ে দিয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১.৩০ ঘটিকার সময় উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা পরিষদের মোহনা আবাসিক ভবনের পূর্ব প্লাটে দীর্ঘ দিন ধরে থাকেন তার একমাত্র মেয়েকে নিয়ে শিউলি চাকমা। সে মাধবছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।

শিউলি চাকমা মুঠোফোনে জানান, ভবনের গেইট তালা বদ্ধ তাকে। আমরা গতকাল বিশেষ কাজে রাঙামাটি এসেছি। ঘটনার খবর পান ভোর ৩টার সময়। তিনি আক্ষেপ করে বলেন, আমি কাউকে ক্ষতি করিনি, সাদামাদা নিয়ে জীবন যাপন করছি। অথচ স্কুলে যাওয়ার একমাত্র ভরসা বাইকটি পুড়িয়ে দিল। তার প্রশ্ন, আমি তো কোন রাজনীতি করিনা, আমি সরকারি ভবনে অবস্থান করে সরকারি চাকরি করে যাচ্ছি- তাহলে আমার বহু কষ্ট কেনা বাইক পুড়ে দিল কেন? তিনি তার নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন। তাই রাঙামাটি থেকে ফিরে থানায় সাধারন ডাইরি করার কথা জানান।

412547951 900720594708807 2467328292462732534 n

এব্যাপারে থানা এসআই মোরশেদ আলম বলেন, ঘটনার সরজমিনে গিয়ে পরির্দশন করা হয়েছে। আইনগতভাবে যা করার তাই করা হচ্ছে। ভুক্তভোগী মামলা দায়ের করলে আরো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হবে। এদিকে সমাজিক যোগাযোগ ফেসবুকে একটি মন্তব্যে নব্য আওয়ামী লীগের নেতা উজ্জল কান্তি চাকমা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুদীপ্ত চাকমা ঘটনার নিন্দা ও প্রশাসনের কাছে অপরাধীর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন। একই ভাবে শিক্ষক পরিবারের রিপন চাকমা, দিমান্ত লাল চাকমা, ধন কুমার চাকমা, রাকেশ চাকমা, অর্নেষ চাকমা ঘটনাটির জন্য তীব্র নিন্দা জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, শান্তিপূর্ন ভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন করেছি। অথচ নির্বাচন শেষে শান্তি ময় পরিবেশককে যারা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান ঘটনার সুষ্ঠ তদন্তের কাজ করা হচ্ছে। উল্লেখ্য, একই ভবনে অন্য ফ্ল্যাটে থাকেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমাসহ দু’টি ফ্ল্যাটে বিভিন্ন দপ্তরের কর্মচারী।

লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

জুরাছড়িতে দুবৃত্তরা শিক্ষিকার বাইক পুড়িয়ে দিল

প্রকাশিত: ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
print news

 

জুরাছড়ি প্রতিনিধিঃ

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় সরকারি আবাসিক ভবনের তালা ভেঙ্গে দুবৃত্তরা শিক্ষিকার বাইক পুড়িয়ে দিয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১.৩০ ঘটিকার সময় উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা পরিষদের মোহনা আবাসিক ভবনের পূর্ব প্লাটে দীর্ঘ দিন ধরে থাকেন তার একমাত্র মেয়েকে নিয়ে শিউলি চাকমা। সে মাধবছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।

শিউলি চাকমা মুঠোফোনে জানান, ভবনের গেইট তালা বদ্ধ তাকে। আমরা গতকাল বিশেষ কাজে রাঙামাটি এসেছি। ঘটনার খবর পান ভোর ৩টার সময়। তিনি আক্ষেপ করে বলেন, আমি কাউকে ক্ষতি করিনি, সাদামাদা নিয়ে জীবন যাপন করছি। অথচ স্কুলে যাওয়ার একমাত্র ভরসা বাইকটি পুড়িয়ে দিল। তার প্রশ্ন, আমি তো কোন রাজনীতি করিনা, আমি সরকারি ভবনে অবস্থান করে সরকারি চাকরি করে যাচ্ছি- তাহলে আমার বহু কষ্ট কেনা বাইক পুড়ে দিল কেন? তিনি তার নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন। তাই রাঙামাটি থেকে ফিরে থানায় সাধারন ডাইরি করার কথা জানান।

412547951 900720594708807 2467328292462732534 n

এব্যাপারে থানা এসআই মোরশেদ আলম বলেন, ঘটনার সরজমিনে গিয়ে পরির্দশন করা হয়েছে। আইনগতভাবে যা করার তাই করা হচ্ছে। ভুক্তভোগী মামলা দায়ের করলে আরো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হবে। এদিকে সমাজিক যোগাযোগ ফেসবুকে একটি মন্তব্যে নব্য আওয়ামী লীগের নেতা উজ্জল কান্তি চাকমা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুদীপ্ত চাকমা ঘটনার নিন্দা ও প্রশাসনের কাছে অপরাধীর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন। একই ভাবে শিক্ষক পরিবারের রিপন চাকমা, দিমান্ত লাল চাকমা, ধন কুমার চাকমা, রাকেশ চাকমা, অর্নেষ চাকমা ঘটনাটির জন্য তীব্র নিন্দা জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, শান্তিপূর্ন ভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন করেছি। অথচ নির্বাচন শেষে শান্তি ময় পরিবেশককে যারা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান ঘটনার সুষ্ঠ তদন্তের কাজ করা হচ্ছে। উল্লেখ্য, একই ভবনে অন্য ফ্ল্যাটে থাকেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমাসহ দু’টি ফ্ল্যাটে বিভিন্ন দপ্তরের কর্মচারী।