Dhaka , সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাঘাইছড়ি বঙ্গলতলিতে শুভ তারা চাকমার দাহত্রুিয়া অনুষ্টান সম্পন্ন

  • রুপম চাকমা
  • প্রকাশিত: ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • ৩৭৪ বার পড়া হয়েছে
print news

 

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার ৩৫নং বঙ্গলতলি ইউনিয়নের জেসমিন কার্বারী পাড়া গ্রামের শুভ তারা চাকমার দাহত্রুিয়া অনুষ্টান সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জানুয়ারী) দুপুর ১২টার সময়ে নিজ বাড়িতে ভিক্ষু সংঘ উপস্থিতিতে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্টান শুরুতে দিঘীনালা সরকারি ডিগ্রী কলেজের প্রফেসর তরুন চাকমা, রুপক চাকমা, প্রথম আলো ফটোসাংবাদিক রাঙ্গামাটি জেলা প্রতিনিধি সুপ্রিয় চাকমা শুভ তারা চাকমাকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

অনুষ্টানে পঞ্চশীল প্রার্থনা করেন ৩৫নং বঙ্গলতলি ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞানো জোতি চাকমা। ধর্মীয় অনুষ্টানে শুভ তারা চাকমাসহ সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনা করে বৌদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্টপুরিস্কার দানসহ নানান দানের আয়োজন করা হয়।

ধর্মীয় সভায় স্বধর্ম দেশনা প্রদান করেন বঙ্গলতলি বোধিপুর বন বিহারের বিহার অধ্যক্ষ শাষন জোতি ভান্তে। তিনি তার দেশনায় বলেন, মানুষ মরন শীল, সময় হলে একদিন সবাইকে মরতে হবে।

received 1098803427960689

শাষন জোতি ভান্তে আরো বলেন, বৌদ্ধ ধর্ম হচ্ছে এক মানব সেবা ধর্ম, বৌদ্ধ ধর্ম যে সঠিক সময়ে লালন পালন করবে তাদের পরিবারিক সুখ-শান্তি ও মঙ্গল হয় বলে দেশনা প্রদান করেন। ভান্তে অনুষ্টানের সকল দায়ক/দায়িকাদের পঞ্চশীল পালনের আহবান জানান।

ধর্মীয় দেশনা শেষে বঙ্গলতলি গ্রামের প্রধান জেসমিন কার্বারী সিএচইটি বার্তা বাঘাইছড়ি প্রতিনিধি রুপম চাকমাকে এক সাক্ষাতকারে বলেন, শুভ তারা চাকমা দীর্ঘদিন ধরে কিডনি রোগে আত্রুান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করেও বাচঁতে পারেনি। গতকাল ১৪ জানুয়ারী রাতে খাগড়াছড়ি সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুর সময় তার বযস হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ নারী।

বাঘাইছড়ি বঙ্গলতলিতে শুভ তারা চাকমার দাহত্রুিয়া অনুষ্টান সম্পন্ন

প্রকাশিত: ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
print news

 

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার ৩৫নং বঙ্গলতলি ইউনিয়নের জেসমিন কার্বারী পাড়া গ্রামের শুভ তারা চাকমার দাহত্রুিয়া অনুষ্টান সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জানুয়ারী) দুপুর ১২টার সময়ে নিজ বাড়িতে ভিক্ষু সংঘ উপস্থিতিতে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্টান শুরুতে দিঘীনালা সরকারি ডিগ্রী কলেজের প্রফেসর তরুন চাকমা, রুপক চাকমা, প্রথম আলো ফটোসাংবাদিক রাঙ্গামাটি জেলা প্রতিনিধি সুপ্রিয় চাকমা শুভ তারা চাকমাকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

অনুষ্টানে পঞ্চশীল প্রার্থনা করেন ৩৫নং বঙ্গলতলি ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞানো জোতি চাকমা। ধর্মীয় অনুষ্টানে শুভ তারা চাকমাসহ সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনা করে বৌদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্টপুরিস্কার দানসহ নানান দানের আয়োজন করা হয়।

ধর্মীয় সভায় স্বধর্ম দেশনা প্রদান করেন বঙ্গলতলি বোধিপুর বন বিহারের বিহার অধ্যক্ষ শাষন জোতি ভান্তে। তিনি তার দেশনায় বলেন, মানুষ মরন শীল, সময় হলে একদিন সবাইকে মরতে হবে।

received 1098803427960689

শাষন জোতি ভান্তে আরো বলেন, বৌদ্ধ ধর্ম হচ্ছে এক মানব সেবা ধর্ম, বৌদ্ধ ধর্ম যে সঠিক সময়ে লালন পালন করবে তাদের পরিবারিক সুখ-শান্তি ও মঙ্গল হয় বলে দেশনা প্রদান করেন। ভান্তে অনুষ্টানের সকল দায়ক/দায়িকাদের পঞ্চশীল পালনের আহবান জানান।

ধর্মীয় দেশনা শেষে বঙ্গলতলি গ্রামের প্রধান জেসমিন কার্বারী সিএচইটি বার্তা বাঘাইছড়ি প্রতিনিধি রুপম চাকমাকে এক সাক্ষাতকারে বলেন, শুভ তারা চাকমা দীর্ঘদিন ধরে কিডনি রোগে আত্রুান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করেও বাচঁতে পারেনি। গতকাল ১৪ জানুয়ারী রাতে খাগড়াছড়ি সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুর সময় তার বযস হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।