নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিঃ
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আলোকে নৈতিকতা কমিটির ৩য় সভা আজ ১৭ জানুয়ারী ২০২৪ খ্রিঃ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন রাবিপ্রবি’র এপিএ ফোকাল পয়েন্ট ও সহকারী রেজিস্ট্রার (এস্টেট) সেতু চাকমা।
সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুসারে ২য় কোয়ার্টার রিপোর্ট এবং ষান্মাসিক অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনার ফোকাল পয়েন্ট কামরুল হাসান, তথ্য অধিকার বিষয়ক কর্মপরিকল্পনার ফোকাল পয়েন্ট নৃপেন চাকমা, ই-গর্ভন্যান্স কমিটির ফোকাল পয়েন্ট এ. এম. শাহেদ আনোয়ার এবং সিটিজেন চার্টার কমিটির ফোকাল পয়েন্ট বিভাস চাকমা তাদের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।
সর্বশেষে পরবর্তী কর্মপরিকল্পনা ও সঠিক সময়ে বাস্তবায়নের জন্য সভাপতি উপস্থিত সকলের প্রতি আহবান জানান।