খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় উপজেলার ৬টি মামলার পরোয়ানাভূক্ত ও সাজাপ্রাপ্ত আসামী দীর্ঘ ২১ বছর পলাতক থাকা মাদকের ডন ইয়াছিন নামে পরিচিত ছদ্মবেশী মোহাম্মদ ইয়াছিনকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) রাত ৯টার সময় রামগড়ের পার্শ্ববর্তী উপজেলা মানিকছড়ি থেকে তার বড় মেয়ের শ্বশুর বাড়ি হইতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াছিন রামগড় পৌরসভার দারোগাপাড়া এলাকার মোহাম্মদ আবু তাহের এর ছেলে। রামগড় থানা পুলিশ জানা গেছে গ্রেপ্তারকৃত ইয়াছিনের বিরুদ্ধে রামগড় ও ভূজপুর থানায় মোট ছয়টি মামলা রয়েছে। এরমধ্যে দুইটি মামলায় সে সাজাপাপ্ত ও ৪টি জিআর মামলার পরোয়ানাভূক্ত সে আসামী। উপপরিদর্শক (এসআই ) মোহাম্মদ সামছুল আমিন তথ্য প্রযুক্তির মাধ্যমে সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে দীর্ঘদিন চট্টগ্রাম শহরে এবং মানিকছড়ি এলাকায় জামাল হোসেন নাম দিয়ে ছদ্মবেশে চলাফেরা করে আসছে।
প্রেপ্তারের পর আসামীকে আইনি প্রক্রিয়া শেষে ১৯ জানুয়ারী (শুক্রবার) আদালতে পাঠানো হয়েছে।