নিজস্ব প্রতিবেদকঃ
রাঙ্গামাটি জেলা পুলিশের আয়োজনে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা।
শনিবার (২০ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় রাঙ্গামাটি কোতোয়ালি থানার মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ (বিপিএম বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ , অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্) মোঃ শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি শাহনেওয়াজ রাজু (বিপিএম,পিবিএম),অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জাহেদুল ইসলাম, কোতোয়ালি থানার ওসি (ভারপ্রাপ্ত), মোহাম্মদ আলী, ইলেকট্রনিক ও প্রিন্সমিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পুলিশ সুপার মীর আবু তৌহিদ (বিপিএম বার) বলেন, আপনারা জানেন বিগত প্রায় ১ সপ্তাহের বেশি সারা দেশে মৃদু শৈত্য প্রবাহসহ শীত পড়ছে, পাহাড়ে ও তার ব্যতিক্রম নয়। এখানেও অনেক শীত পড়ছে। অন্যান্য অঞ্চলের তুলনায় পার্বত্য এলাকা পিছিয়ে রয়েছে। এখানে যারা দুঃস্থ মানুষ উপস্থিত হয়েছে তাদের কাছে এই শীতের মধ্যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গরম কাপড়। জেলা পুলিশের পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস যে ৫০০ পাঁচশত মানুষের হাতে এই শীতবস্ত্র আজকে উঠায় দিতে যাচ্ছি। তিনি আরও বলেন, আমরা শুধু তাদেরকে উঠায় দিতে চাচ্ছি এটা না তাদের সাথে আহবান জানাতে চায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় যারা বিত্তবান এবং পৃষ্ঠপোষকতা যারা সবসময় করে আসছেন তারা ও এসমস্ত প্রান্তিক মানুষের পাশে এসে দাঁড়াবেন। যাতে এই যে শীতের সময় তাদের কাছে গরম কাপড় থাকে। তারা যাতে এই শীতে ভালোভাবে পার করতে পারে। অনেক বয়োবৃদ্ধ মানুষজন আছে শীতকালে শারীরিকভাবে অনেকে অসুস্থ হয়ে যায়। যদি তাদের কাছে গরম কাপড় একটা থাকে সম্বল হিসেবে কাজ করবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী বলেন, গত কয়েকদিন ধরে দেশব্যাপী শীতের প্রকোপ বেড়েছে শৈত্য প্রবাহ চলছে এরি মধ্যে আমাদের রাঙ্গামাটি পার্বত্য জেলাসহ পাশাপাশি এলাকা কাপ্তাই হ্রদের এলাকা পানি বেশি হওয়ার কারণে শীতের মাত্রা তীব্র বেড়ে গেছে। এমনি সময় জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।