Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে পাহাড়ি দুইদলের গোলাগুলিতে নিহত ২, নিখোঁজ ১

  • প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে
print news

ছবিঃ সংগৃহীত

বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়ি দুই দলের মধ্যে গোলাগুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহতের ঘটনার খবর পাওয়া গেছে। এই ঘটনার পর থেকে রহিন্তু চাকমা ওরফে ত্রিপল চাকমা নামে আরও এক ইউপিডিএফ সদস্য নিখোঁজ বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৪ জানুয়ারী) সকাল সাড়ে ৬টার দিকে দুরছড়ি নামক গ্রামে এই ঘটনা ঘটে।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বিষয়টি নিশ্চিত করেছেন। গোলাগুলির ঘটনায় নিহতরা হলেন-রবি চাকমা ও বিমল চাকমা।

অংগ্য মারমা আরো অভিযোগ করে বলেন, দূরছড়ি গ্রামের নিজ বাড়িতে তিন ইউপিডিএফ সদস্য রবি কুমার চাকমা, শান্ত চাকমা ওরফে বিমল ও রহিন্তু চাকমা ওরফে ত্রিপল সেখানে সাংগঠনিক কাজে অবস্থান করছিলেন। অতর্কিত হামলায় রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) ঘটনাস্থলে মারা যায়।

এ ঘটনায় গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছেন সংগঠক অংগ্য মারমা। তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে গণতান্ত্রিক ইউপিডিএফের পাহাড়ি সংগঠনটি।

এ বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছেন। সেখান থেকে ফিরে বিস্তারিত জানা যাবে।

 

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

বিলাইছড়িতে দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে হিল ফ্লাওয়ার

খাগড়াছড়িতে পাহাড়ি দুইদলের গোলাগুলিতে নিহত ২, নিখোঁজ ১

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
print news

ছবিঃ সংগৃহীত

বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়ি দুই দলের মধ্যে গোলাগুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহতের ঘটনার খবর পাওয়া গেছে। এই ঘটনার পর থেকে রহিন্তু চাকমা ওরফে ত্রিপল চাকমা নামে আরও এক ইউপিডিএফ সদস্য নিখোঁজ বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৪ জানুয়ারী) সকাল সাড়ে ৬টার দিকে দুরছড়ি নামক গ্রামে এই ঘটনা ঘটে।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বিষয়টি নিশ্চিত করেছেন। গোলাগুলির ঘটনায় নিহতরা হলেন-রবি চাকমা ও বিমল চাকমা।

অংগ্য মারমা আরো অভিযোগ করে বলেন, দূরছড়ি গ্রামের নিজ বাড়িতে তিন ইউপিডিএফ সদস্য রবি কুমার চাকমা, শান্ত চাকমা ওরফে বিমল ও রহিন্তু চাকমা ওরফে ত্রিপল সেখানে সাংগঠনিক কাজে অবস্থান করছিলেন। অতর্কিত হামলায় রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) ঘটনাস্থলে মারা যায়।

এ ঘটনায় গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছেন সংগঠক অংগ্য মারমা। তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে গণতান্ত্রিক ইউপিডিএফের পাহাড়ি সংগঠনটি।

এ বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছেন। সেখান থেকে ফিরে বিস্তারিত জানা যাবে।