আলীকদম (বান্দরবান) প্রতিনিধিঃ
কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন সিপিপি পিএইপি২ প্রকল্প আলীকদম উপজেলা কর্তৃক আয়োজিত গত ২৩-২৪/০১/২০২৪ তারিখে উপজেলা কৃষি অফিসের হল রুমে ২দিন ব্যাপি নেতৃত্ব ব্যবস্থাপনা,এ্যাডভোকেসী,লবিং ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কারিতাসের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমার সঞ্চালনায় প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় অফিস হতে আগত প্রোগ্রাম অফিসার (ইসিএফএস) মোঃনাজমুল হক।
সিপিপি পিএইপি২ প্রকল্পের প্রোগ্রাম অফিসার রেমন আসাম,সিপিপি পিএইপি২ প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার উসিনু মারমা।
উক্ত প্রশিক্ষণে বিভিন্ন পাড়া হতে ২৮ জন সুবিধাভোগী এবং ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসী নেটওয়ার্কিং ফোরাম সভার সদস্য ২ জন সহ মোট ৩০ জন উপস্থিত ছিলেন।
২ দিন ব্যাপি প্রশিক্ষণে নেতৃত্ব ব্যবস্থাপনা, এ্যাডভোকেসী,লবিং,নেটওয়ার্কিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ভাবে ধারনা প্রদান করা হয়। এছাড়াও কারিতাস বাংলাদেশ এর সুরক্ষা নীতিমালা বিষয়ে প্রশিক্ষণে আলোচনা করা হয়।
মন্তব্য করুন