ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদকঃ
রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকা থেকে আদালত কর্তৃক জিআরভুক্ত পলাতক আসামীকে কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম রেদাশি মারমা, পিতা- মৃত খইতুই প্রু মারমা, সাং- মাঝিপাড়া, থানা- কাউখালী (বেতবুনিয়া), জেলা-রাঙ্গামাটি।
থানা সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কাউখালী থানায় জিআর নত্থিভুক্ত মামলার আসামী এবং দীর্ঘদিন পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালতে গ্রেফতারী পরোয়ানা জারি করে।
শুক্রবার (২৬ জানুয়ারী) জিআরভুক্ত পলাতক আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর এর নির্দেশনায় পলাতকভুক্ত আসামী রেদাশি মারমা, পিতা- মৃত খইতুই প্রু মারমা, সাং- মাঝিপাড়া, থানা- কাউখালী (বেতবুনিয়া), জেলা- রাঙ্গামাটি গ্রেফতার করে আজ (২৬ জানুয়ারী) দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।