নিজস্ব প্রতিবেদকঃ
পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার প্রতি বছরের ন্যায় করল্যাছড়ি রশীদ সরকার উচ্চ বিদয়ালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯জানুয়ারি) উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি রশীদ সরকার উচ্চ বিদয়ালয়ের মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় চাকমা মিত্র।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য বিমল কান্তি চাকমা, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, দাতা সদস্য নাগর চান চাকমা, অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি শান্তি রঞ্জন চাকমা, শশধর চাকমা, এরিক চাকমা ও ইউসুফ আলী কার্বারীসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সহ অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে অনুষ্ঠান প্রতিষ্ঠানের শিক্ষকদের পরিচালনায় বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়।