নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মায়ানমার সীমান্তে শনিবার দিবাগত রাত ৩টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত মিয়ানমারে বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ হয়। এসময় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের ১৪ জন বিজিপি বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
সীমান্ত পথে আরো ৩০ জনেরও বেশি বিজিপি সদস্য বাংলাদেশে ঢোকার জন্য অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বাংলাদেশ নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে প্রবীর চন্দ্র ধর নামে গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশী আহত হয় বলে স্থানীয় বাসীন্দারা জানায়।
আহত প্রবীর চন্দ্র ধর, তুমব্রু হিন্দু পাড়ার বাসিন্দা বলে নিশ্চিত করেন ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া।
এদিকে গোলাগুলিতে কোনাপাড়ার কয়েকটি ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, মিয়ানমারের বিজিপির সদস্যরা তুমব্রু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ আশ্রয় নিয়েছে।
এদিকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি নিরাপত্তা বাড়িয়েছে সীমান্তে। নিরাপত্তা চৌকিগুলোতে সদস্য সংখ্যা বাড়িয়ে টহল বৃদ্ধি করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।