রাজস্হলী প্রতিনিধিঃ
রাঙামাটি রাজস্থলী উপজেলাধীন ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে ২০২৪ইং সনের এসএসসি পরীক্ষার্থী ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক পংকজ ভুষন চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কনক বড়ুয়ার সঞ্চলনায় বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ডাকবাংলা অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ উঃ খেমাচারা মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক মিয়া তালুকদার, প্রধান শিক্ষক আখ্যমং চৌধুরী, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমান, বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সভাপতি হাজী শামসুল আলম, পুলক বড়ুয়া, সহকারী শিক্ষক রফিক আহম্মদ, লিয়াকত আলী, ইউপি সদস্য শিমুল দাশ, মউচিং মারমা, ক্যাহ্লাচিং মারমা , ইখ্যাইমং মারমা, বাপ্পী দেব সহ বিদ্যালয়ের বিদায়ী ও অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্টানে বক্তারা বলেন, বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, জীবনের গন্তব্যস্থলে পৌঁছতে হলে এখন থেকে স্বপ্ন দেখতে হবে। এসএসসি ভালো ফলাফলের লক্ষ্যে নিয়ে সেভাবে অধ্যবসায় করতে হবে। ভালো রেজাল্ট করতে পারলে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন থাকবে। এজন্য সকল পরীক্ষার্থীরা যাহাতে ভবিষ্যতে উচ্চ শিক্ষা লাভ করে যাহাতে দেশ এবং জাতির কান্ডারী হয়ে আত্বমানবতার সেবায় নিয়োজিত রাখতে পারেন সেজন্য সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্য এসব কথা বলেন।
পরে চাকরির অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক পংকজ ভুষন চৌধুরীকে বিদ্যালয় কর্তৃক সম্মানা ক্রেস ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের পূর্বে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে বরাদ্দকৃত ৩০ লক্ষ টাকার ব্যয়ে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা।