নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ
শিক্ষা-শান্তি-প্রগতির পতাকাবাহী দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ লংগদু উপজেলা শাখা শীতকালীন পিঠা উৎসবের সাথে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করেছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে লংগদু উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মেলা, শীতকালীন পিঠা উৎসব, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
পিঠা উৎসব ও মেলায় ১০টি স্টলে বাহারি রঙের ও স্বাদের অর্ধশতাধিত পিঠার আয়োজন করেন স্থানীয় পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের লোকজন এবং শিশুদের জন্য নাগরদোলা সহ বিভিন্ন খেলনা ও খাবারের দোকানের ব্যবস্থা রাখা হয়।
উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাকিব হোসেন ও লংগদু তথ্য আপার কর্মকর্তা শুচিরা চাকমার যৌথ সঞ্চালনায় লংগদুর সন্তান কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমির হোসেন খসরুকে প্রথমে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানায়। পরে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি মো. সেলিম ও আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান বক্তা রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু সহ অন্যান্যরা।
লংগদু উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ।
এসময় আরো উপস্থিত ছিলেন লংগদু উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, সহ সভাপতি আব্দুল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপু, মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ার বেগম, যুবলীগের সভাপতি মো. চান মিয়া ও সাধারণ সম্পাদক কামাল হোসেন পাশা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানিয়া আফরোজ হাওয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন ও সাধারণ সম্পাদক আনিসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পরে স্থানীয় ও বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।