নিজস্ব প্রতিবেদকঃ
৫ম তম বর্ষে পদার্পণ করল পার্বত্য বান্দরবানের বিদ্যাপীঠ বান্দরবান বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নানা আয়োজনে সাজানো হয় বিভিন্ন অনুষ্ঠান। এছাড়া জাতীয় সংগীত, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদযাপন করা হয় বিশ্ববিদ্যালয় দিবস। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা।
৭ ফেব্রুয়ারি বুধবার বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, সুয়ালক -এ ইউসিবি ব্যাংক, বান্দরবান শাখা এর পৃষ্ঠপোষকতায় বান্দরবান বিশ্ববিদ্যালয় এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, সার্টিফিকেট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান বিশ্ববিদ্যালয় এর ভাইস- চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম. নুরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান বীর বাহাদুর উশৈসিং এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান ও বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের কো-চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্ট ও বান্দরবান শিক্ষা ও উন্নয়ন ফাউন্ডেশন এর সম্মানিত সদস্যবৃন্দ, ইউসিবি ব্যাংক, বান্দরবান শাখার ম্যানেজার, বাংলাদেশ বেতার, বান্দরবান এর অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ডিরেক্টর, বিশিষ্ট সাংবাদিক বৃন্দ, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সর্বস্থরের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ব্রিগেডিয়ার জে: শাহ মো: সুলতান উদ্দিন ইকবাল বীর প্রতীক, পিএইচডি (অব:)।
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে প্রাণবন্ত ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানটি সম্পন্ন হয়।