মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
নিজস্ব মারমা মাতৃভাষা আরো বিকশিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ মারমা ভাষা ধর্মীয় শিক্ষা পরিষদ (MBDSP) সংগঠন ।
শুক্রবার দুপুরে সংগঠন উদ্যোগে নিজস্ব মারমা ভাষা সংগঠনে প্রনয়নকৃত প্রশ্ন প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১০ম বার্ষিক ধর্মীয় বৃত্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি জেলার ৮ টি উপজেলায় পরীক্ষা কেন্দ্রগুলো হলো মাইসছড়ি, মহালছড়ি, খাগড়াছড়ি, ভাইবোনছড়া, গুইমারা, ডেবলছড়ি, হদুকছড়িসহ মানিকছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ২৩ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
স্ব স্ব কেন্দ্রে দুপুর ১টায় পরীক্ষায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত মারমা ভাষা বার্ষিক ধর্মীয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি ও বেসকারি প্রাতিষ্ঠানিক শিক্ষায় মান উন্নয়নের পাশাপাশি প্যাগোডা ভিত্তিক নিজস্ব মারমা মাতৃভাষা শিক্ষা পাঠদান করেন বাংলাদেশ মারমা/মগ ভাষা ধর্মীয় শিক্ষা পরিষদ (MBDSP) নামের সংগঠন।
এই সংগঠনটি ২০১৫ইং সালের প্রতিষ্ঠিত হয়। নিজস্ব মাতৃভাষাকে বিনামূল্যে পাঠদান ও বই, শিক্ষা উপকরণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছেন এই সংগঠন।
সংগঠনে সাধারণ সম্পাদক ও কেন্দ্রে পরিদর্শক মংসাইঞো মারমা জানান, নিজস্ব মাতৃভাষা বর্ণমালা, ভাষা, ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করলে আমাদের মারমা জাতির রক্ষা হবে। প্রতিটি অভিভাবক উচিত শিক্ষার্থীকে স্কুলের প্রাতিষ্ঠানিক লেখাপড়া পাশাপাশি সন্তানকে গুরুত্ব দিয়ে মাতৃভাষা শিক্ষা দেয়ার। আগামী প্রজন্মকে মাতৃভাষা শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করে যাচ্ছেন সংগঠনটি।