মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
পানছড়িতে ছাত্র-যুবনেতা বিপুল-সুনীল-লিটন-রুহিনের হত্যাকারী ঠ্যাঙাড়ে ‘নব্য মুখোশ’ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে কাল (১১ ফেব্রæয়ারি ২০২৪) রবিবার খাগড়াছড়ি জেলায় সকল স্কুল-কলেজে ছাত্র ধর্মঘট ডাক দিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), খাগড়াছড়ি জেলা শাখা।
উক্ত ছাত্র ধর্মঘট সফল করার জন্য জেলার সকল স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটি।
আজ শনিবার (১০ ফেব্রুয়ারী ২০২৪) পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি শান্ত চাকমা ও সাধারণ সম্পাদক রুপান্তর চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, পানছড়িতে ৪ নেতাকে হত্যার দুই মাসেও প্রশাসন এখনো খুনিদের গ্রেফতার করেনি। আলোচিত উক্ত হত্যাকারীদের ঘটনায় পার্বত্য চট্টগ্রামে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল (১১ ফেব্রুয়ারী) পুরো জেলায় ছাত্র ধর্মঘট কর্মসূচি পালন করবে।
তারা বলেন, এই ছাত্র ধর্মঘট কর্মসূচি কেবল হত্যাকারীদেরর বিচারের দাবিতে নয়, এটি এদেশের শাসকগোষ্ঠী কর্তৃক পার্বত্য চট্টগ্রামে চলমান খুন-গুম. অপহরণ ও সন্ত্রাসের বিরুদ্ধে। কাজেই, ন্যায়ের পক্ষে এ আন্দোলনে পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।
নেতৃদ্বয় অভিযোগ করে বলেন, বিপুলদের হত্যাকারীরা এখনো গ্রেফতার না হওয়ায় তারা আবারো বিভিন্ন জনকে হুমকি, ভয়-ভীতি প্রদর্শন করছে। খাগড়াছড়ি সদর ও পানছড়ি এলাকায় প্রকাশ্যে অস্ত্রসহ ঘুরে বেড়ালেও প্রশাসন তাদেরকে গ্রেফতারে কোন উদ্যোগ নিচ্ছে না।
বিবৃতিতে নেতৃদ্বয়, পানছড়িতে চার নেতার হত্যাকারীদের বিচারের দাবিতে আগামীকাল ১১ ফেব্রুয়ারি ২০২৪ খাগড়াছড়ি জেলায় স্কুল-কলেজ ছাত্র ধর্মঘট কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সফল করার আহ্বান জানান।
ছাত্র ধর্মঘট সফল করার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসমাজ একতা ও শক্তির পরিচয় দেবে বলে নেতৃদ্বয় আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ২০২৩ পানছড়ির অনিল পাড়ায় ঠ্যঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীরা পিসিপির’র সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সহসভাপতি লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরাকে গুলি করে হত্যা করে।