ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
রাঙ্গামাটি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি জেলা শিশু একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি সদর উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন (রোমান)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সম্মানিত প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম(মনি) সহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা।
এছাড়া ও বিভিন্ন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবকবৃন্দ ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।