নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৭ জন শিক্ষকদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার সময় প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।
আয়োজিত অনুষ্ঠানে সহকারী শিক্ষক খুরশিদা বেগম ও সুনিল ত্রিপুরার যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা।
বিদায় অনুষ্ঠানে হাসানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলপনা দে বিদায়ী শিক্ষকদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা এই ৭ জন বিদায়ী শিক্ষকদের মানপত্র তুলে দেন।
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, সহকারী শিক্ষা অফিসার সুস্মিতা ত্রিপুরা, এডিন চাকমা, প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব, বিদায়ী শিক্ষকসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাও বক্তব্য রাখেন।
এই সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলার, প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এর শিক্ষক শিক্ষিকা, সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।
আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বিদায়ী শিক্ষকদের প্রতি মঙ্গল কামনা করেন। এইছাড়াও বিদায়ী শিক্ষকরাও বিভিন্ন স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন।
অবসরপ্রাপ্ত শিক্ষকরা হলেন লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রলয় জ্যোতি চাকমা, মধু মঙ্গল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ চাকমা, বাগান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যাহলাচাই চৌধুরী, বড় পানছড়ি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক ভূঁইয়া, সহকারী শিক্ষক দূর্গা মগ, বিপুলি বড়ুয়া, শেফালিকা চাকমা।