Dhaka , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কেএনএফের হুমকিতে থানচি সড়কে বাস সহ গণপরিবহন চলাচল বন্ধ

print news

 

থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ

পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের হুমকির কারনে বান্দরবান সদরের সাথে থানচি সড়কের যাত্রীবাস, মাহেন্দ্রা বি-70 (চাঁন্দের গাড়ি) সহ গণপরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে থানচি ও বান্দরবান জেলার সাথে সড়ক যোগাযোগের গণপরিবহনে চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীসহ পর্যটকরা।

নাম না প্রকাশের শর্তে রুমা উপজেলার পরিবহন শ্রমিকরা জানান, রোববার সকালে থানচি বাস কাউন্টারে লাইনম্যানকে ফোন করে যানবহন চলাচল না করার জন্য হুমকি দিয়েছে কেএনএফ নামক সংগঠন। নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালে জন্য থানচি টু বান্দরবান সড়কে গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন- পরিবহন শ্রমিকরা।

এদিকে গণপরিবহন চলাচলে বন্ধ খবর পেয়ে সকালে থানচি বাস ষ্টেশনে গিয়ে দেখা যায়, হঠাৎ করে বাস চলাচল বন্ধে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ষ্টেশনে শিডিউল অনুযায়ী ছেড়ে দেওয়ার জন্য বাস দাঁড় করিয়ে রাখা হয়। তবে বাসের কোনো চালক ও চালকের সহকারী কেউ নেই। যাত্রীরা ষ্টেশনে এসে বাস চলাচল বন্ধের খবর পেয়ে একেএকে চলে যাচ্ছে। প্রায় যাত্রী শুন্যতার বাস ষ্টেশন।

থানচি বাস স্টেশনে বাস গাড়ি চালক মোহামম্দ নুর আলমের সাথে কথা হলে তিনি বলেন, সকালে ৭টায় আমার গাড়ি প্রথম ট্রিপ ছিল। সব যাত্রী এসে গাড়িতে উঠে গেছে। প্রথম ট্রিপ হিসেবে যাত্রীও ভরা ছিল। গাড়ি ছাড়বে ওই মূর্হুতে লাইনম্যান ফোন করে জানিয়েছে কোনো বাস ছাড়া যাবে না। কেএনএফ নামে একটি সংগঠন গাড়ি না ছাড়ার জন্য হুমকি দিয়েছে। পরে বাধ্য হয়ে নিরাপত্তার স্বার্থে যাত্রীদের নামিয়ে দিয়ে গাড়িটি ষ্টেশনে সাইড করে রাখতে হচ্ছে।

থানচি বাস কাউন্টারে লাইনম্যান মংসিনু মারমা জানান, সকালে কেএনএফ পরিচয় দিয়ে বাস চলাচল না করার জন্য হুমকি প্রদান করা হয়। অমান্য করে কেউ গাড়ি চালালে পরিণতি ভাল হবে না বলেও কঠোর হুশিয়ার দেন। শুধু বাস নয়, থানচি-বান্দরবান সড়কে কোন মোটর সাইকেল, মাহেন্দ্রা বি-70 (চাঁন্দের গাড়ি) মাহেন্দ্রা থ্রী হুলার পর্যন্ত চলাচল না করার জন্য হুমকি দিয়েছে। তাই হঠাৎ থানচি টু বান্দরবান সড়কে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন চলাচল বন্ধ করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে থানচি নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, সকালে পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধের বিষয়টি জানিয়েছেন। এখনও পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।

 

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কেএনএফের হুমকিতে থানচি সড়কে বাস সহ গণপরিবহন চলাচল বন্ধ

প্রকাশিত: ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
print news

 

থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ

পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের হুমকির কারনে বান্দরবান সদরের সাথে থানচি সড়কের যাত্রীবাস, মাহেন্দ্রা বি-70 (চাঁন্দের গাড়ি) সহ গণপরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে থানচি ও বান্দরবান জেলার সাথে সড়ক যোগাযোগের গণপরিবহনে চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীসহ পর্যটকরা।

নাম না প্রকাশের শর্তে রুমা উপজেলার পরিবহন শ্রমিকরা জানান, রোববার সকালে থানচি বাস কাউন্টারে লাইনম্যানকে ফোন করে যানবহন চলাচল না করার জন্য হুমকি দিয়েছে কেএনএফ নামক সংগঠন। নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালে জন্য থানচি টু বান্দরবান সড়কে গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন- পরিবহন শ্রমিকরা।

এদিকে গণপরিবহন চলাচলে বন্ধ খবর পেয়ে সকালে থানচি বাস ষ্টেশনে গিয়ে দেখা যায়, হঠাৎ করে বাস চলাচল বন্ধে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ষ্টেশনে শিডিউল অনুযায়ী ছেড়ে দেওয়ার জন্য বাস দাঁড় করিয়ে রাখা হয়। তবে বাসের কোনো চালক ও চালকের সহকারী কেউ নেই। যাত্রীরা ষ্টেশনে এসে বাস চলাচল বন্ধের খবর পেয়ে একেএকে চলে যাচ্ছে। প্রায় যাত্রী শুন্যতার বাস ষ্টেশন।

থানচি বাস স্টেশনে বাস গাড়ি চালক মোহামম্দ নুর আলমের সাথে কথা হলে তিনি বলেন, সকালে ৭টায় আমার গাড়ি প্রথম ট্রিপ ছিল। সব যাত্রী এসে গাড়িতে উঠে গেছে। প্রথম ট্রিপ হিসেবে যাত্রীও ভরা ছিল। গাড়ি ছাড়বে ওই মূর্হুতে লাইনম্যান ফোন করে জানিয়েছে কোনো বাস ছাড়া যাবে না। কেএনএফ নামে একটি সংগঠন গাড়ি না ছাড়ার জন্য হুমকি দিয়েছে। পরে বাধ্য হয়ে নিরাপত্তার স্বার্থে যাত্রীদের নামিয়ে দিয়ে গাড়িটি ষ্টেশনে সাইড করে রাখতে হচ্ছে।

থানচি বাস কাউন্টারে লাইনম্যান মংসিনু মারমা জানান, সকালে কেএনএফ পরিচয় দিয়ে বাস চলাচল না করার জন্য হুমকি প্রদান করা হয়। অমান্য করে কেউ গাড়ি চালালে পরিণতি ভাল হবে না বলেও কঠোর হুশিয়ার দেন। শুধু বাস নয়, থানচি-বান্দরবান সড়কে কোন মোটর সাইকেল, মাহেন্দ্রা বি-70 (চাঁন্দের গাড়ি) মাহেন্দ্রা থ্রী হুলার পর্যন্ত চলাচল না করার জন্য হুমকি দিয়েছে। তাই হঠাৎ থানচি টু বান্দরবান সড়কে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন চলাচল বন্ধ করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে থানচি নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, সকালে পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধের বিষয়টি জানিয়েছেন। এখনও পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।