নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ
রাঙামাটির লংগদু উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে দিনব্যাপী উপজেলার তিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) মাসুদ রানার সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম ও শিক্ষা অফিসার এমকে ইমাম উদ্দিন প্রমুখ।
দিনব্যাপী ৫২টি প্রতিযোগিতায় অংশ নেন উপজেলার ৭টি ইউনিয়নের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে ক্রীড়া বিষয়ক প্রতিযোগিতা পরিচালনা উপকমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগিতা পরিচালনা উপকমিটির আহ্বায়ক দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহনেওয়াজ ইসলাম, কাবিং ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা পরিচালনা উপকমিটির আহ্বায়ক দায়িত্ব পালন করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মোবারক হোসেন ও সার্বিক ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক দায়িত্ব ছিলেন ফোরেরমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীতি চাকমা। এছাড়াও এসব উপকমিটির সদস্য ছিলেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলের সহযোগিতা কামনা করেন। একইসাথে একজন শিক্ষকের স্মার্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদেরও স্মার্ট হিসেবে গড়ে তোলার আহবান জানান।
তারা আরও বলেন, লংগদু উপজেলার সকল স্কুলের যেকোন শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করা হবে। পাশাপাশি শ্রেণী কক্ষ ও অবকাঠামো সমস্যা স্বাস্থ্য সম্মত স্যানিটেশন সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের বিষয়ে পরামর্শ দেন।