রিপন ওঝা, মহালছড়িঃ
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ৪নং মাইসছড়ি ইউনিয়নের মানিকছড়ি মুসলিম পাড়া নামক স্থানে (জয়সেন পাড়া) মাইক্রোবাস এবং মাইসছড়ি হতে মহালছড়ি গামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।
বুধবার ২১ ফেব্রুয়ারি সকাল ৮.৩০ঘটিকায় রাঙ্গামাটি থেকে ছেড়ে আসা মাইক্রোবাস ও মোটর সাইকেলের ৩ জন আরোহীর মধ্যে ড্রাইভারের বাম পা ভেঙ্গে যায় এবং বাকি ২ জন সামান্য আঘাত প্রাপ্ত হয়।
স্থানীয় লোকজন আহতদের তৎক্ষনাৎ উদ্ধার করে সিএনজি যোগে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে। উল্লেখ্য, মাইক্রোবাসে থাকা একই পরিবারের ৬ জনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে মাইক্রোবাস ও মোটর সাইকেলের সামনের অংশের কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহত মোটরসাইকেল ড্রাইভার এর নাম আসিমং মারমা (১৯), পিতাঃ মোরাই মারমা, গ্রামঃ থলিপাড়া, নুনছড়ি, ইউনিয়নঃ ৪নং মাইসছড়ি, মহালছড়ি, খাগড়াছড়ি।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন’ র সাথে যোগাযোগ করলে জানান, যে আহত ড্রাইভার ও যাত্রী খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।