মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
মানিকছড়ি উপজেলার গিরিকলি কিন্ডার গার্টেন এন্ড পাবলিক স্কুল এর উদ্যোগে একুশের সকাল বুধবার সাড়ে ৭ টায় স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে শহীদ মিনারে প্রভাত ফেরিতে তিন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন। শিক্ষক ও শিক্ষার্থীদের মুখে মুখে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ সেই কালজয়ী গান গেয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি জানায়।
প্রভাত ফেরী শেষে স্কুল মিলায়তনে গিরিকলি কিন্ডার গার্টেন পাবলিক স্কুলের অধ্যক্ষ মমতাজ উদ্দীন সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সহকারী শিক্ষক শংকর চক্রবর্তী ও প্রাথমিক সেকশনে প্রধান শিক্ষক ফারজানা আক্তার, আনু মারমা, মায়া মারমাসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের চিত্রাংকন, ছড়া ও কবিতা আবৃত্তি আয়োজন করা হয়।
খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশাপাশি কিছু কিন্ডার গার্টেন রয়েছে। এই কিন্ডার গার্টেনের মধ্যে গিরিকলি কিন্ডার গার্টেন এন্ড পাবলিক স্কুল লেখাপড়া ও বিভিন্ন খেলাধুলা এবং চিত্রাংকন প্রতিযোগীতায় এগিয়ে। এই বছর ২১শে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে সুন্দর হাতে ও চিত্রাংকন দুটি প্রতিযোগীতা ক বিভাগে গিরিকলি স্কুল থেকে প্রথম স্থান অধিকৃত হয়েছে ১ম শ্রেণি শিক্ষার্থী প্রয়াস চাকমা। সুন্দর হাতে লেখা ক-বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মাকিছড়ি ইংলিশ স্কুলের ২য় শ্রেণি শিক্ষার্থী শাহরিমা আলম, তৃতীয় স্থান অর্জন করেছেন মাতৃছায়া কিন্ডার গার্টেন স্কুলের ২য় শ্রেণি শিক্ষার্থী খাদিজা, খ বিভাগে সুন্দর হাতের লেখা প্রথম স্থান করেছেন গিরিকলি কিন্ডার গার্টেন স্কুলের ৫ম শ্রেণি শিক্ষার্থী ইফতা বোরহান, দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
৪র্থ শ্রেণি শিক্ষার্থী মিউচিং মারমা, ৩য় স্থান অর্জন করেছেন ৫ম শ্রেণি শিক্ষার্থী উমেখ্যাইং মারমা, ক বিভাগে চিত্রাংকন প্রতিযোগীতা দ্বিতীয় স্থান অধিকৃত হয়েছে গিরিকলি কিন্ডার গার্টেন স্কুলের ২য় শ্রেণি শিক্ষার্থীর সাইফ হুমায়ন তৃতীয় স্থান অর্জন করেছে রায়হান করিম ২য় শ্রেণি শিক্ষার্থীর।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ নাম না জানা শহীদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা।