বিলাইছড়ি (রাঙ্গামাটি)প্রতিনিধিঃ
“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার ” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়িতে নানা আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী ) সকাল ১০ঃ০০ ঘটিকায় উপজেলা প্রাশাসন বিলাইছড়ি এর আয়োজনে র্যালী শেষে উপজেলা কনফারেন্স রুমে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন জন প্রতিনিধি ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।