নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি।
রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার ৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০:০০ টায় রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়ন বড়াদম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠ হলরুমে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুণ কান্তি চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম।
সহকারী তথ্য অফিসার অমিয় কান্তি খীসা এর সঞ্চালনায় অনুষ্ঠিত নারী সমাবেশে সহকারী শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দসহ শতাধিক নারী উপস্থিত ছিলেন।